Wednesday, September 18, 2024

যোগ্যতা মাধ্যমিক পাশ, ২৬১৪৬ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ SSC’র মাধ্যমে! এভাবে করুন আবেদন

শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় সবচেয়ে ভালো চাকরি হলো- Staff Selection Commission (SSC) এর GD Constable. প্রতিবছরই চাকরি প্রার্থীরা GD Constable নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষায় থাকেন। প্রতিবারের মতো এবারও, SSC GD Constable Recruitment Notification 2023 প্রকাশিত হয়েছে। এবছর কত সংখ্যক পদে নিয়োগ হবে? কবে আবেদন শুরু হবে, কত তারিখ পযর্ন্ত আবেদন করা যাবে? এই যাবতীয় বিষয় জানলে হলে পড়তে থাকুন।

কোন কোন বিভাগে নিয়োগ হবে? 

স্টাফ সিলেকশন কমিশন থেকে ভারতে বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ করা হয়। এবারও BSF, ITBP,CRPF, SSB, AR এবং SSF বাহিনীযতে নিয়োগ করা হবে।

কত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবছর অর্থাৎ ২০২৩-এ স্টাফ সিলেকশন কমিশন থেকে বিভিন্ন উপরে উল্লেখিত প্রতিরক্ষা বাহিনীতে মোট ২৬ হাজারের বেশি শূন্য পদে GD কনস্টেবল নিয়োগ করা হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আপনি দেখে নিতে পারেন, কোন বাহিনীতে কত হাজার GD কনস্টেবল নিয়োগ করা হবে।

Police exam

আবেদন করার জন্য কী যোগ্যতা লাগবে? 

জিডি কনস্টেবল হতে বা উপরে উল্লেখিত যেকোনো একটি বাহিনীতে GD Constable পদে আবেদন করার জন্য খুব বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই যদি আপনি যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি আপনার করতে পারেন তবে মাধ্যমিক পাস ছাড়াও প্রত্যেক প্রার্থী কিন্তু কিছু শারীরিক যোগ্যতা প্রয়োজন। শারীরিক রূপকথা হিসেবে সঠিক উচ্চতা, ওজন, শারীরিক মাপ ঠিক থাকতে হবে।

 

সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স কত হলে আবেদন করা যাবে?

SSC GD Constable- নিয়োগে যদি কোনো ব্যক্তি আবেদন করতে চান,তাহলে তার ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং তার সর্বোচ্চ বয়স হতে হবে ২৩ বছর। তবে এই নির্দিষ্ট বয়স সীমা ছাড়াও SC,ST, OBC ক্যাটেগরীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়।

SSC GD Constable 2023 vacancy chart

▪ কিভাবে আবেদন করতে হবে? 

যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের স্টাফ সিলেকশন কমিশনের বা SSC- এর অফিশিয়াল ওয়েবসাইট-ssc.nic.in- ভিজিট করে অনলাইন আবেদন করতে হবে। যারা বাড়িতে বসে আবেদন করতে পারবেন না, তারা নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও আবেদন করতে পারবেন।

▪ আবেদন কবে শুরু হবে এবং কত তারিখ পযর্ন্ত আবেদন করা যাবে? 

SSC GD Constable Recruitment 2023- অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদন শুরু হয়েছে নভেম্বর মাসের ২৪ তারিখে। এবং 2023 SSC GD Constable Recruitment Online Apply চলবে ডিসেম্বর মাসের শেষ ৩১ তারিখ পযর্ন্ত।।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo