Axis Bank এ ফের একবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে শতাধিক শূন্যপদে প্রচুর কর্মী নিয়োগ করবে Axis Bank এর HR department। শুধু তাই নয় মাসিক ২৬,০০০ টাকা বেতনে উচ্চমাধ্যমিক পাশ করা ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন। চলুন আর দেরি না করে জেনে নিই বিস্তারিত।
যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে Axis Bank এর মোট ২ ধরনের পদে ১৮৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই পদ দুটো জেনে নিন।
পদের নাম: Customer Service Officer, এবং Back Office Executive Office Assistant।
মাসিক বেতন: চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন দেয়া হবে ১৭,৫০০ টাকা থেকে সর্বোচ্চ বেতন ২৬,৭০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীরা নূন্যতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হলেই Axis Bank এর উল্লেখিত দুটি পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই তারা এখানে আবেদনের যোগ্য।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের corporatebank.india@gmail.com এই ঠিকানায় মেল করে আবেদন করতে হবে। এছাড়াও HR department এর 7890889909 নম্বরে ফোন করেও আবেদন করতে পারবেন প্রার্থীরা। এছাড়াও চাইলে কেউ ncs.gov.in পোর্টালে গিয়েও আবেদন করা যাবে।
নির্বাচন প্রক্রিয়া: যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে চাকরিতে। তাই ইন্টারভিউয়ের সমন্ধে যাবতীয় তথ্য hr department দ্বারা জানিয়ে দেয়া হবে সকল চাকরিপ্রার্থীদের।
প্রয়োজনীয় ডকুমেন্ট: ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, নিজের একটি CV এবং উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট।