ইন্টারভিউ দিলেই চাকরি পাকা, Axis ব্যাংকে নিয়োগ প্রচুর সংখ্যক কর্মী! জেনে নিন আবেদন পদ্ধতি

আপনি কি একজন বেকার? আপনি কি চাকরি খুঁজছেন তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। সম্প্রতি ভারতের অন্যতম একটি বেসরকারি ব্যাংক Axis Bank তাদের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে শুধুমাত্র ইন্টারভিউ দিলেই মিলবে চাকরি। তাই আপনি যদি axis Bank এ চাকরি করতে চান শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।

যে পদে কর্মী নিয়োগ হবে: Axix bank মোট ৬ ধরনের পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সেই পদ গুলো হচ্ছে DEO, Customer handling, relationship executive, accounts manager, loan department, এবং KYC Verification department।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ: ৬ ধরনের পদে জন্য এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৫৭ টি।

শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীরা নূন্যতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ হলেই এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন: চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন দেয়া হবে ১৫,৫০০ টাকা থেকে ২২,৮০০ টাকা পর্যন্ত।

Boys job Seekers

নিয়োগ পদ্ধতি এবং বয়সসীমা: চাকরিপ্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। সেই সাথে বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই এখানে তারা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি: আগ্রহী চাকরিপ্রার্থীদের bankinghub.corporate@gmail.com এই ইমেইল ঠিকানায় নিজের CV অথবা 8981608776 এই নম্বরে ফোন করে আবেদন করতে হবে। এছাড়াও নিচে দেয়া লিঙ্কে ক্লিক করেও অনলাইনে আবেদন করা যাবে।

নিয়োগ স্থান: নিজ নিজ জেলাতেই হবে কর্মী নিয়োগ।

আবেদন করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment