আর নেই চিন্তা এবার বাড়িতে বসেই মোটা টাকা আয়ের সুযোগ দিচ্ছে SBI, জানুন আবেদন পদ্ধতি

বর্তমানে চাকরির বাজারের প্রতিযোগিতা দেখে অনেকেই কিন্তু চাকরির আশা ছেড়ে অন্যান্য কাজে নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছে। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন যার চাকরি বাদে অন্য কিছু করার ইচ্ছে রয়েছে,তাহলে আপনার জন্য একটা দারুন কাজের খবর রয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চাকরি না করেও আপনি কিন্তু ব্যাংকের ছোটখাটো কাজ করে প্রতি মাসে প্রচুর টাকা রোজগার করতে পারেন। কিন্তু কী করে ব্যাংকের কাজ করে টাকা রোজগার করা যায়? জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।

কী করে SBI থেকে টাকা রোজগার করা যায়?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI- থেকে টাকা রোজগার করার জন্য আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে। যেই সমস্ত এলাকায় SBI-এর কোনো শাখা নেই সেখানে সাধারণ মানুষের ব্যাংকের কাজ করতে নানা সমস্যায় পড়তে হয়। সাধারণ মানুষের সেই সমস্যা দূর করতে বা ব্যাংকের পরিষেবা তাদের কাছে পৌঁছে দিতেই SBI Custom Service Point এর ব্যবস্থা করেছে। Custom Service Point-হলো এমন এক ধরনের শাখা যেখানে SBI গ্রাহকরা তাদের যাবতীয় কাজ খুব সহজেই করতে পারেন তাও আবার নিজের এলাকাতেই। আর যাবতীয় কাজ করার জন্য SBI- কাস্টমার সার্ভিস পয়েন্টের মালিকদের কিছু কমিশন দিয়ে থাকে আর সেভাবেই তাদের রোজগার হয়।

SBI

SBI Custom Service Point- থেকে কীকরে রোজগার হবে?

SBI Custom Service Point খুলে আপনি সেখানে আপনার এলাকার মানুষদের নতুন একাউন্ট খোলা টাকা জমা দেওয়া টাকা ট্রান্সফার করা টাকা তোলা সহ অন্যান্য কাজগুলো করতে পারবেন। আপনি যে কাজগুলো করবেন সেই প্রতিটি কাজ থেকেই আপনি কিছু কমিশন পাবেন। যেমন-যদি আপনি একটি নতুন বই খোলেন তাহলে আপনি সেক্ষেত্রে ২৫ টাকা পাবেন। যদি আপনি কোনো যোজনার অ্যাকাউন্ট করেন তাহলে আপনি সেক্ষেত্রে ৩৫ টাকা পাবেন। আবার টাকা তোলার ক্ষেত্রে বা টাকা জমা করার ক্ষেত্রে আপনি ০.০৪% কমিশন পাবেন। এছাড়াও অন্যান্য কাজের জন্যেও আপনি কমিশন পাবেন। এভাবে আপনি প্রতিটা কাজ করে খুব সহজেই ভালো টাকা রোজগার করতে পারবেন।

কিভাবে SBI Custom Service Point খুলবেন?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাস্টমার সার্ভিস পয়েন্ট খুলে কাজ করে টাকা রোজার করার জন্য আপনার নিকটবর্তী শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখানে আপনাকে ভালো ভাবে গাইড করা হবে। কি করে আবেদন করতে হবে? কী করে কাজ করতে? কী কী মথিপত্র লাগবে এই বিষয়গুলো আপনি সেখান থেকেই ভালো করে জানতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি আবেদন করার পর খুব সহজেই কাস্টমার সার্ভিস পয়েন্ট খুলতে পারবেন এবং CSP খুলে কাজ করে অল্প দিনের মধ্যেই আপনি রোজগার শুরু করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment