Saturday, July 27, 2024

মাধ্যমিক পাশেই চাকরি! কেন্দ্রের PMSSY দপ্তরের গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ, এভাবে জানান আবেদন

প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার (PMSSY) অধীনে গ্ৰুপ সি পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই যারা যারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের অধীনে একটি ভালো সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই নারী-পুরুষ উভয়েই করতে পারবেন আবেদন। চলুন জেনে নিই বিস্তারিত।

যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কেন্দ্রের PMSSY অধীনে গ্রুপ সি পদের মোট ১০ টিরও পদে কর্মী নিয়োগ করা হবে। সেই পদ গুলোর দেখে নিন।

পদের নাম: Social Worker, Office/ Store Attendance, Lower Division Clerk, Stenographer, Driver, Junior Warden, Upper Division Clerk, Junior Scale Steno, Security-Cum-Fire Jamader এবং Store Keeper-Cum-Clerk সহ আরও একধিক পদ রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ২২৩ টি। ভারতের যে কোন প্রান্তের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

employment

শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীরা নূন্যতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই এসব পদের মধ্যে একাধিক পদে আবেদন করতে পারবেন। তবে কিছু কিছু পদের জন্য উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে।

মাসিক বেতন: পদ অনুযায়ী এখানে মাসিক বেতন ভিন্ন ভিন্ন। তাই বেতন সম্পর্কিত যাবতীয় তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেয়া আছে।

বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই তারা PMSSY এর উল্লেখিত পদ গুলোর জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের ৩০/১০/২০২৩ তারিখের আগে www.aiimsbhopal.edu.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়েই আবেদন করা যাবে। তবে যারা আবেদন করতে পারবেন না তাঁরা তাঁদের নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করতে পারেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং জন্মের প্রমানপত্র।

আবেদন মূল্য: সাধারণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য ১,২০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের চাকরিপ্রার্থীদের জন্য ৬০০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo