২৭ শে অক্টোবর অর্থাৎ আজ মোবাইল ব্যবহারকারী প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছেই এই ম্যাসেজটি এসেছে। ম্যাসেজটিতে Emergency alert কথাটা লেখা থাকায় অনেকেই এতে ভয় পাচ্ছেন। তারা বুঝতেই পারছেন না যে মেসেজটি কেন এসেছে এবং মেসেজটা আসার পর কী করা উচিত। যারা অল্প স্বল্প ইংরেজি জানেন তারা খুব সহজেই বুঝে গেছেন মেসেজটি কোথা থেকে এবং কেন পাঠানো হয়েছে কিন্তু যারা ইংরেজি বুঝতে পারেন না- তারা এই মেসেজটি নিয়ে অনেকেই ভয়ে রয়েছেন।
আজ প্রত্যেকের ফোনেই আসা Emergency alert– মেসেজটি যারা বুঝতে পারছেন না যে এটি কেন এবং কোথা থেকে এসেছে- তাদের বলে রাখি- এই মেসেজটি নিয়ে কোন ভয় পাওয়ার কিছু নেই। এবং এই মেসেজটি পাঠানো হয়েছে National Disaster Management Authority থেকে। আজ যে ইমারজেন্সি অ্যালার্ট মেসেজটি সবার ফোনে পাঠানো হয়েছে, তা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগ দ্বারা পাঠানো হয়েছে। অর্থাত্ দেশে কোন জাতীয় স্তরের দুর্যোগ হলে তা আগে থেকেই মোবাইলে এসএমএস পাঠিয়ে সবাইকে সতর্ক করা যায়।
যাদের ফোনে এই ম্যাসেজটি ইতিমধ্যেই এসেগেছে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যাদের ফোনে বার বার ম্যাসেজটি আসছে, তারা শুধুমাত্র ‘OK’ প্রেস করলেই ম্যাসেজটি চলে যাবে। এটা নিয়ে চিন্তিত বা ভীত হওয়ার কোন কারণ নেই। এটি একটি পরিকল্পিত ট্রায়াল মাত্র।