Saturday, July 27, 2024

রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরে চাকরি! উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় করুন আবেদন, দেখেনিন পদ্ধতি

খুবই কম শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে চাকরি খালি রয়েছে। কম শিক্ষাগত যোগ্যতায় যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন, তাদের সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এটা একটা বড় সুযোগ হতে পারে। সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে যে পদে নিয়োগ হবে সেই পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা কী? বয়স কত থেকে কতোর মধ্যে থাকতে হবে? কিভাবে আবেদন করবেন-এই সমস্ত তথ্য নিচে উল্লেখ করা হলো।

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর (WBMDFC) থেকে এডুকেশন সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। মোট ৬টি শূন্যপদে রাজগঞ্জ, মালদা, লালবাগ? কাটোয়া,বারাসাত এবং আলিপুরে সেই ৬ জন এডুকেশন সুপারভাইজার নিয়োগ করা হবে। সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে যারা এডুকেশন সুপারভাইজার হিসাবে চাকরি করতে চান তাদের আবেদন করার জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ‘উচ্চ মাধ্যমিক পাস’। সেই সঙ্গে কম্পিউটারে কাজ করা জানতে হবে বা কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

যে সমস্ত প্রার্থীদের বয়স কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় বায়োডাটা নিয়ে পৌঁছে যেতে হবে walk-in-interview এর জন্য। কোন তারিখে,কোথায় যেতে হবে সেটা আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তির দ্বিতীয় পেজে পেয়ে যাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই নিয়োগের ক্ষেত্রে walk-in-interview আপনাদের কিছু টেস্ট নেওয়া হবে। সেই টেস্টে পাশ করলেই আপনাদের মূল পদে নিয়োগ করা হবে। তবে মনে রাখবেন, এই যে এডুকেশন সুপারভাইজার নিয়োগ করা হবে, সেটা কিন্তু চুক্তিভিত্তিক হবে। তাই যদি আপনার চুক্তিভিত্তিক চাকরি করার ইচ্ছে থেকে থাকে,তবেই কিন্তু আপনি আবেদন করতে  পারেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo