Wednesday, September 18, 2024

সেপ্টেম্বর মাসে পাওয়া যাবে রেশনে বাড়তি মাল! জেনে নিন কোন কার্ডে থাকছে কোন সুবিধা

সেপ্টেম্বর মাসে কোন কার্ডে কোন কোন মাল দেওয়া হবে,সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যদি আপনিও রেশন কার্ডের সাহায্যে সরকার থেকে বিনামূল্যে চাল, গম,চিনি ইত্যাদি পেয়ে থাকেন, তাহলে জেনে নিন এই সপ্তাহে আপনার জন্য রেশন থেকে ঠিক কী কী বরাদ্দ করা হয়েছে।

আমাদের রাজ্যের প্রায় ৯ কোটি মানুষ রেশন কার্ড ব্যবহার করে থাকেন এবং সেই রেশন কার্ডের সাহায্যে সেই কোভিডের সময় থেকে বিনামূল্যে চাল, গম, চিনি ইত্যাদি পেয়ে থাকেন। কিন্তু আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষই জানেন না যে কোন মাসে সরকার থেকে কোন কার্ডের ক্ষেত্রে কী কী মাল বরাদ্দ করা হয়। ফলে অনেককেই নাকি রেশনে ঠকানো হয়। কিন্তু যদি আপনি না চান যে আপনার সাথেও এরকম টা না ঘটুক, তাহলে নিচে উল্লেখ করা তথ্যগুলো খেয়াল করুন।

প্রথমেই জেনে নিন যাদের PHH Ration Card রয়েছে তারা এই সপ্তাহে রেশন থেকে ঠিক কী কী মাল পেতে পারেন। PHH Ration Card যাদের রয়েছে তারা মাথাপিছু এক কেজি ৯০০ গ্রাম গম বা বলতে গেলে দুই কেজি করে গম পাবেন। অপরদিকে কার্ড প্রতি ৩ কেজি করে চাল পাওয়া যাবে এই কার্ডে।

অন্যদিকে যাদের RKSY 1 Ration Card এবং RKSY 2 Ration Card রয়েছে তাদের কিন্তু মালের পরিমান অনেকটাই কম। কারণ, RKSY 1 Ration কার্ডের ক্ষেত্রে এই সপ্তাহে মাথাপিছু পাঁচ কেজি করে চাল দেওয়া হবে। এবং RKSY 2 কার্ডের ক্ষেত্রে মাথাপিছু ২ কেজি করে চাল দেওয়া হবে। RKSY 1 এবং 2 Ration Card যাদের রয়েছে, তারা কিন্তু এই চাল ছাড়া অন্য কোনো মাল এসপ্তাহে পাবেন না।।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo