Tuesday, January 21, 2025

কাটবে না আর ATM চার্জ! উঠে গেল একাউন্টে নূন্যতম ব্যালেন্স রাখার নিয়ম, বড় খবর এই ব্যাংকের গ্ৰাহকদের জন্য

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আনতে চলেছে নতুন ধরনের অ্যাকাউন্ট খোলার সুবিধা, যেই অ্যাকাউন্টে না থাকবে ব্যাংকিং চার্জ, অ্যাকাউন্ট চালু রাখার টাকা পাওয়া যাবে বিনামূল্যের Rupay ATM Card সহ আরও নানা ধরনের সুবিধা। কিন্তু কিভাবে? জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

দেশের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক গুলির মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে অন্যতম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক সংখ্যা প্রচুর সেই কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজের গ্রাহকদের খুশি করার জন্য মাঝে মাঝে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসে। যেমন কিছুদিন আগেই SBI থেকে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং এর সুবিধা চালু করা হয়েছিল,যেখানে গ্রাহকরা WhatsApp Banking- এর মাধ্যমে নিজেদের অনেক গুরুত্বপূর্ণ কাজ খুব সহজেই করতে পারতেন।। তবে এবার নতুন করে SBI গ্রাহকদের জন্য আরও এক ধরনের সুবিধা নিয়ে এসেছে, যেখানে একটা নয় বরং একাধিক ভালো দিক রয়েছে। সবচাইতে বড় কথা যে, দেশের যেকোন নাগরিক সেই সুবিধা গুলো নিতে পারবেন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য নতুন যে সুবিধা নিয়ে এসেছে, সেটা হচ্ছে বেসিক সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা। এই বেসিক সেভিংস অ্যাকাউন্টের সুবিধা গুলো কী কী সেটা জানলেই আপনারা এর ভালো দিকটা সম্পর্কে আরো ভালো করে বুঝতে পারবেন। প্রথমত যেকোন ব্যাংক বা যেকোনো অ্যাকাউন্টে আমাদের বাঙ্কের চার্জ বা ট্যাক্স দিতে হয় যেটা কারোর পছন্দ নয়। কারণ সেই বাঙ্কের চার্জ বা ট্যাক্স অনেকটাই বেশি হয়। তাই SBI গ্রাহকদের জন্য এমন এক ধরনের অ্যাকাউন্ট তারক হতে চলেছে যেখানে এক টাকাও ব্যাংকিং চার্জ বা ট্যাক্স গ্রাউন্ড দিতে হবে না। কিন্তু সেই অ্যাকাউন্ট হবে এমন যেখানে সমস্ত ধরনের সুবিধাই পাওয়া যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI

বেসিক সেভিংস অ্যাকাউন্টের সুবিধা:

বেসিক সেভিংস একাউন্ট এর ক্ষেত্রে আপনি যে সুবিধা গুলো পাবেন তা হল-

বেসিক সেভিংস অ্যাকাউন্টে আপনাকে কোনো নূন্যতম ব্যালেন্স রাখতে হবে না। পাশাপাশি সেই একাউন্ট যত ইচ্ছে তত টাকা রাখতে পারেন।

অন্যান্য অ্যাকাউন্টের মতো বেসিক সেভিংস অ্যাকাউন্টেও আপনি আপনার সঞ্চয়ের উপর চড়া সুদ পাবেন।

বেসিক সেভিংস অ্যাকাউন্টে আপনাকে Rupay Debit Card একদম বিনামুল্যে দেওয়া হবে।

অন্যান্য অ্যাকাউন্টের মতো এই অ্যাকাউন্টেও আপনি ATM ব্যবহার করতে পারবেন।

যেকোনো সরকারি চেকের টাকাও আপনি কোনো চার্জ ছাড়াই পেতে পারেন বেসিক সেভিংস অ্যাকাউন্টে।

এতো সুবিধা থাকায় স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে SBI তে খুব শীঘ্রই বেসিক সেভিংস অ্যাকাউন্ট হোলান্ডারদের সংখ্যা বাড়বে। চাইলে আপনিও আপনার নিকটবর্তী কোনো শাখায় গিয়ে খুব সহজেই বেসিক সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo