দেশের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা SBI ফের একবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে SBI এর অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হতে যাচ্ছে প্রচুর কর্মী। শূন্যপদ সংখ্যা রয়েছে ৬১৬০টি। চলুন আর দেরি না করে জেনে নিই বিস্তারিত।
যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে SBI এর অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হবে কর্মী।
শূন্যপদ: এখানে সব মিলিয়ে প্রায় শূন্য পদ রয়েছে ৬১৬০ টি।
শিক্ষাগত যোগ্যতা: SBI এর অ্যাপ্রেন্টিস পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট পাশ। দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট পাশ করা চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হলেই তাঁরা আবেদনের যোগ্য। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
মাসিক বেতন: যে কোন চাকরির ক্ষেত্রেই বেতন খুবই গুরুত্বপূর্ণ। এখানে মাসিক বেতন দেয়া হবে ১৫,০০০ টাকা।
নিয়োগ সময়সীমা: ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের ২১ সেপ্টেম্বরের মধ্যে SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে bank.sbi/careers গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও চাকরিপ্রার্থীরা চাইলে নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি: আর পাঁচটি সরকারি চাকরির মতোই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করবে SBI।
আবেদন মূল্য: সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা ছাড়া সবার জন্য ৩০০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।