যদি আপনার পুলিশ হওয়ার স্বপ্ন থেকে থাকে তাহলে আপনার জন্য রয়েছে এক বিরাট বড় সুখবর। কারণ পশ্চিমবঙ্গ পুলিশের তরফে নতুন করে সাব ইন্সপেক্টর নিয়োগের একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে। সাব ইন্সপেক্টর হতে গেলে কি যোগ্যতা লাগে? সাব ইন্সপেক্টরের মাসিক বেতন কত? বয়স কত হতে হয়? কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে- এই সমস্ত বিষয়বস্তু জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।
পদের নাম এবং শূন্যপদ সংখ্যা: পশ্চিমবঙ্গ পুলিশে নতুন করে Sub Inspector এবং Sub Inspectress নিয়োগ করা হবে। Sub Inspector এবং Sub Inspectress পদে এবার মোট ১৬৯ জন নিয়োগ করা হবে। কোন ক্যাটাগরির প্রার্থীদের জন্য ঠিক কতগুলো শূন্য পদ রয়েছে,সেটা আপনি অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারেন।
প্রয়োজনীয় যোগ্যতা: হয়তো আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে পুলিশ সব ইন্সপেক্টর হওয়ার জন্য প্রার্থীকে অন্তত বক্ষে স্নাতক পাস হতে হয়। আপনি যেকোনো বিভাগে স্নাতক পাস হলেই আপনি সাব ইন্সপেক্টর হওয়ার জন্য আবেদন করতে পারেন। তবে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও কিছু শারীরিক যোগ্যতা রয়েছে যেগুলো আপনাকে পূরণ করতে হবে। ছেলেদের এবং মেয়েদের সাব ইন্সপেক্টর হওয়ার জন্য কী শারীরিক যোগ্যতা প্রয়োজন,সেটা আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তির তৃতীয় নম্বর পেজে পেয়ে যাবেন।
প্রয়োজনীয় বয়স: পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য প্রাচীর ন্যূনতম বয়স হতে হয় ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স্ক হয় ২৭ বছর। সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/ OBC- ক্যাটাগরির প্রার্থীদের পাঁচ বছর এবং তিন বছরের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়।
মাসিক বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাব ইন্সপেক্টর পদে চাকরি পাওয়ার পর পে লেভেল ১০ অনুযায়ী আপনার সর্বনিম্ন মাসিক বেতন হবে ৩২ হাজার ১০০ টাকা এবং আপনার সর্বোচ্চ মাসিক বেতন হবে ৮২ হাজার ৯০০ টাকা।
যেভাবে আবেদন করতে হবে: সাব ইন্সপেক্টর পদের জন্য আপনাদের আবেদন করতে হবে অনলাইনে। অনলাইন আবেদন লিঙ্ক আমাদের হোয়াটস অ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। আপনি চাইলে নিজের ফোন থেকেও আবেদন করতে পারেন। তবে যদি আপনি অনলাইন আবেদন করতে অভ্যস্ত না হয়ে থাকেন তাহলে আপনি আপনার নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফে, যেখান থেকে অনলাইন আবেদন করা হয়,সেখান থেকেও আবেদন করতে পারেন। তবে আবেদন করার আগে, আবেদন সংক্রান্ত সমস্ত কিছু অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে কয়েকবার ভালো করে পড়ে নেবেন।