কলকাতা দূরদর্শন কেন্দ্রে বিভিন্ন ধরনের যোগ্যতায় বেশ ভালো টাকা মাসে বেতনে মোট নয় ধরনের পদে চাকরি খালি রয়েছে। যদি আপনার কাজ জানা থাকে,তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও আপনি কলকাতা দূরদর্শন কেন্দ্রে চাকরি করার সুযোগ পাবেন। কোন কোন পদে চাকরি খালি রয়েছে? আবেদন করার জন্য প্রয়োজনীয় বয়সসীমা এবং আবেদন পদ্ধতি নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলো।
কোন কোন পদে নিয়োগ হবে: কলকাতা দূরদর্শন কেন্দ্রের মোট নয় ধরনের পদে রয়েছে। সেই নয়টি পদ হলো Post Production Assistant, Beautician/ Hair Dresser, Video Assistan, Set Assistant,Library Assistant, Social Media Assistant,C. G. Operator,Broadcast Assistant এবং Resource Person.
প্রয়োজনীয় যোগ্যতা: যেহেতু এখানে প্রচুর সংখ্যক শূন্যপদ খালি রয়েছে তাই প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা সম্ভব নয়। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আপনি কোন পদের জন্য কী যোগ্যতা প্রয়োজন সেটা দেখে নিতে পারেন। তবে এখানে কিছু পদ রয়েছে যেখানে আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেও আবেদন করতে পারবেন, যদি সংশ্লিষ্ট পদের কাজ আপনারা ভালোভাবে জানা থাকে।
প্রয়োজনীয় বয়স: কলকাতা দূরদর্শন কেন্দ্রের নয়টি পদেরর মধ্যে যেকোনো একটার জন্য আবেদন করতে চাইলে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ হতে হবে ৪০ বছর।
যেভাবে আবেদন করতে হবে: প্রতিটি পদের জন্যই আপনাদের অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য আপনাদের অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার পর,বিজ্ঞপ্তিতে আবেদন পত্র পাঠানোর যে ঠিকানা রয়েছে,সেই নির্দিষ্ট ঠিকানায় নির্ভুলভাবে আবেদন পত্র পাঠিয়ে দিতে হবে। আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেবেন। অফিশিয়াল নোটিশ এবং আবেদনপত্র পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন