১৯,০০০ টাকা বেতন! মাধ্যমিক পাশ যোগ্যতায় গ্ৰুপ সি পদে নিয়োগ প্রচুর কর্মী, জানুন আবেদন পদ্ধতি

অল্প যোগ্যতায় চাকরি খালি রয়েছে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে (Indian military academy) । ভালো টাকা মাসিক বেতনে, কম যোগ্যতায় ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের অনেক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যে যে পদে নিয়োগ হবে তার নাম, আবেদন করার জন্য কী যোগ্যতা লাগবে, বয়স কত হতে হবে, কিভাবে আবেদন করতে হবে এই বিষয়গুলো জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।

কোন কোন পদে নিয়োগ হবে: মিলিটারি অ্যাকাডেমিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের মাল্টি টাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রাউন্ডম্যান, কুক, ড্রাইভার সহ আরও বেশ কিছু পদে নিয়োগ করা হবে। এই প্রতিটি পদের জন্যেই আবার প্রচুর শূন্যপদও খালি রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাসিক বেতন: মিলিটারি অ্যাকাডেমিতে যেসব পদে চাকরি দেওয়া হবে, সেই পদগুলোর মধ্যে কোনো পদেরই মাসিক বেতন উল্লেখ করা হয়নি। তবে সাধারণত গ্রুপ সি এবং ডি লেভেনের পদগুলোর- মাসিক বেতন পে লেভেল সাত অনুযায়ী সর্বনিম্ন মাসিক বেতন হতে পারে ১৯ হাজার টাকা এবং সর্বোচ্চ মাসিক বেতন হতে পারে ৬৩ হাজার টাকা।

আবেদনের জন্য প্রয়োজনীয় বয়স: মিলিটারি অ্যাকাডেমিতে যত গুলো পদে নিয়োগ করা হবে তার যেকোনো একটা পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছর। এই বয়স সীমা ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC ক্যাটেগরির প্রার্থীদের 5 এবং 3 বছরের ছাড় দেওয়া হবে।

Indian army

শিক্ষাগত যোগ্যতা: বেশিরভাগ গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর নূন্যতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাসের সাথে পদ অনুযায়ী কাজ জানা থাকলে বা কাজের অভিজ্ঞতা থাকলেই হবে। যেহেতু প্রচুর পদে নিয়োগ হবে তাই প্রতিটি পদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা আপনি অফিশিয়াল নোটিশ থেকে দেখে নিতে পারেন।

আবেদন পদ্ধতি: যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। অফলাইন আবেদন করার জন্য প্রয়োজনীয় আবেদনপত্র অফিশিয়াল নোটিশের শেষের পাতায় পেয়ে যাবেন। অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে সেখান থেকে আবেদনপত্র প্রিন্ট আউট বের করতে হবে। এরপর আবেদনপত্র সঠিক তথ্য এবং নথিপত্রের কপি সহ পূরণ করে- “Commandant, Indian Military Academy, Dehradun (Uttarakhand)- 248007′- ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদন করার শেষ তারিখ হলো অক্টোবর মাসের ১৬ তারিখ। আবেদনপত্র এবং অফিশিয়াল নোটিশ পেতে আমাদের হোয়াটস অ্যাপ গ্রুপ জয়েন করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment