দেশের সবচেয়ে বড় বেসরকারী ব্যাংকের নাম হচ্ছে HDFC ব্যাংক। অন্যদিকে HDFC ব্যাংক ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় ব্যাংক। আর এই HDFC ব্যাংকেই রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ। যেখানে ২২ হাজার টাকা মাসিক বেতন সহ নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এবং নিজ জেলাতেই নিয়োগ হবে কর্মী। তাই আপনি যদি HDFC ব্যাংকে চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
যে পদে কর্মী নিয়োগ হবে: জানা গেছে যে HDFC ব্যাংক তাদের ইন্সিওরেন্স এবং ফিন্যান্স বিভাগীয় পদের জন্য কর্মী নিয়োগ করছে। নারী-পুরুষ উভয়েই।
শূন্যপদ: এখানে বিভিন্ন জেলা ভিত্তিক শূন্যপদ সংখ্যা রয়েছে প্রায় ২০০টির মতো। তবে পরে শূন্যপদ সংখ্যা পরিবর্তন হতে পারে। বাড়তে পারে শূন্যপদ সংখ্যা।
শিক্ষাগত যোগ্যতা: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী চাকরিপ্রার্থীরা উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পাস সার্টিফিকেট থাকলেই HDFC ব্যাংকের উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলেই তাঁরা আবেদনের যোগ্য।
মাসিক বেতন: কম শিক্ষাগত যোগ্যতায় এটি একটি ভালো বেতনের চাকরি। এখানে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেয়া হবে ১৫,৫৬০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,৩০০ টাকা পর্যন্ত।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী সকল চাকরিপ্রার্থীদের ২০ সেপ্টেম্বরের মধ্যে অফলাইনে আবেদন জানাতে হবে। এর জন্য নিজের CV এবং প্রয়জনীয় ডকুমেন্ট স্ক্যান করে corporatehrdepartment7@gmail.com এই ঠিকানায় মেল পাঠাতে হবে। এছাড়াও যে কোন সাহায্যের জন্য 8585834935 / 8420199830 এই দুটি নম্বরে ফোন করতে বলা হয়েছে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং নিজের CV।