Thursday, December 7, 2023

পশ্চিমবঙ্গে Data Enter Operator পদে নিয়োগ প্রচুর কর্মী! জানুন আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ

আমাদের রাজ্যে চাকরি খালি রয়েছে রুপশ্রী প্রকল্পের আওতায়। রাজ্যের রূপশ্রী প্রকল্পে নতুন করে গ্রুপ সি লেভেলের (Grup c label) পদে কর্মী নিয়োগ করা হবে। যারা অল্প যোগ্যতায় গ্রুপ সি পদে কাজ করতে আগ্রহী তাদের জন্য আজকের এই চাকরির খবর। কোন পদে নিয়োগ হবে,সেই পদের মাসিক বেতন কত হবে, আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কী,আবেদন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ কত- এই সম্পর্কে যাবতীয় তথ্য পেতে সম্পূর্ণ চাকরির খবরটি পড়ে দেখুন।

পদের নাম ও মাসিক বেতন: রূপশ্রী প্রকল্পের আওতায় যে পদে নিয়োগ হবে তা হল গ্রুপ সি লেভেলের ডাটা এন্ট্রি অপারেটর। অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যের গ্রুপ সি লেভেলের যেকোনো পদের মাসিক কম হয়ে থাকে। আপনি যদি রুপশ্রী প্রকল্পের গ্রুপ সি লেভেলের ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পান তখন আপনার মাসিক বেতন হতে ১১ হাজার টাকা।

বয়সসীমা: রুপশ্রী প্রকল্পের আওতায় DEO পদে হওয়ার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। তবে এই নির্দিষ্ট বয়স সীমা ছাড়াও সরকারি নিয়মানুযায়ী SC/ST/OBC ক্যাটেগরির প্রার্থীদের বছরের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: ডাটা এন্ট্রি অপারেটর হওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অন্ততপক্ষে স্নাতক পাস। স্নাতক পাস ছাড়াও আপনার কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা বা দক্ষতা থাকতে হবে।

Job

নিয়োগ প্রক্রিয়া: মূলত তিনটি ধাপে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়। প্রথমত একটি লিখিত পরীক্ষা দিতে হয়,দ্বিতীয়ত একটি কম্পিউটার টেস্ট দিতে হয় এবং সব শেষে ইন্টারভিউ। ইন্টারভিউতে পাশ করলেই মূল পদে নিয়োগ করা হয়।

আবেদন পদ্ধতি:  যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য recruitmentdd.in ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইট থেকে কীকরে আবেদন করতে হবে সেসব তথ্য আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন। তাই আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ ভালো করে পড়ে নেবেন। অফিশিয়াল নোটিশ পেতে আমাদের নিচে দেয়া লিঙ্কে ক্লিক করুন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo