Tuesday, December 3, 2024

দিতে হবেনা কোন পরিক্ষা, মাধ্যমিক পাশেই এয়ারপোর্টে চাকরি! জানুন আবেদন পদ্ধতি

কোনো লিখিত পরীক্ষা ছাড়াই,সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এবং প্রচুর সংখ্যক শূন্যপদে মুম্বাই এয়ারপোর্টে দুই ধরনের আলাদা আলাদা পদে কর্মী নিয়োগ করা হবে। যাদের এয়ারপোর্টে চাকরি করার স্বপ্ন রয়েছে তাদের জন্য এটা চাকরি পাওয়ার একটা বড়ো সুযোগ। এয়ারপোর্টে কী যোগ্যতায় কোন কোন পদে চাকরি খালি রয়েছে? কোন পদের মাসিক বেতন কত? কিভাবে আবেদন করতে হবে এসব যাবতীয় তথ্য পেতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।

যে পদে কর্মী নিয়োগ হবে: মুম্বাই এয়ারপোর্টে দুই ধরনের আলাদা আলাদা পদে চাকরি খালি রয়েছে। প্রথম পদ হিসাবে রয়েছে হ্যান্ডিম্যান এবং দ্বিতীয় পদ হিসাবে রয়েছে ইউটিলিটি এজেন্ট। এই দুটো পদের জন্যেই প্রচুর সংখ্যক শূন্যপদও খালি রয়েছে। এয়ারপোর্টে হ্যান্ডিম্যান পদের জন্য ৯৭১ টি এবং ইউটিলিটি এজেন্ট পদেত জন্য ২৭টি শূন্যপদও খালি রয়েছে।

মাসিক বেতন: এয়ারপোর্টের দুটি পদের মাসিক বেতন ই যথেষ্ট ভালো রয়েছে। হ্যান্ডিম্যান বা ইউটিলিটি এজেন্ট আপনি যে পদেই চাকরি পান না কেন উভয় পদের মাসিক বেতন ই হবে মাসিক ২১ হাজার ৩৩০ টাকা।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: আবেদন করার জন্য প্রার্থীদের কাছে খুব বেশি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনি আবেদন করতে পারবেন।

Job

বয়সসীমা:  আবেদন করার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স উল্লেখ করা হয়নি। তবে যাদের সর্বোচ্চ বয়স ২৮ বছর, শুধুমাত্র তারাই দুটির মধ্যে যেকোনো একটা পদের জন্য আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এখানেও বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের অফলাইনে নিজেদের আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করার জন্য যে আবেদনপত্র দরকার, সেটা আপনারা আমাদের হোয়াটস অ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করে প্রিন্ট আউট বের করে, সেটাকে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করা হয়ে গেলে, অফিশিয়াল বিজ্ঞপ্তিতত উল্লেখ করা ঠিকানায় আপনাকে তা পাঠিয়ে দিতে হবে।। মনে রাখবেন, এয়ারপোর্টে কিন্তু তিন বছরের জন্য চুক্তিভিত্তিক চাকরি দেওয়া হবে। তাই যদি আপনি এই ধরনের চাকরি করতে চান, তাহলেই আবেদন করবেন।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা:

To,

HRD Department,

AI Airport Services Limited,

GSD Complex, Near Sahar Police Station,

CSMI Airport, Terminal-2, Gate No. 5,

Sahar, Andheri-East, Mumbai-400099.

আপনার জন্য
WhatsApp Logo