ভারতের প্রায় প্রতিটা ব্যাক্তির কাছেই আধার কার্ড (Aadhar Card) রয়েছে। সাধারণত গুরুত্বপূর্ণ নথি হিসেবে আধার কার্ড হয়ে উঠেছে ভারতীয় নাগরিকদের প্রথম পরিচয় পত্র। তবে পূর্ব আধার কার্ড নিয়ে বহু গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছিল। তবে সম্প্রতি আধার কার্ড নিয়ে উঠে এসেছে নতুন একটি গুরুত্বপূর্ণ খবর। যা জারি করা হয়েছে UIDAI তরফ থেকে। যা জানা উচিত সকলের।
UIDAI এর দ্বারা জারি করা সেই বিজ্ঞপ্তি অনুসারে এবার থেকে যারা নতুন আধার কার্ড করবেন কিংবা নিজেদের বাচ্চার নামে কেউ যদি আধার কার্ডের জন্য আবেদন করেন তাহলে তাকে মানতে হবে নতুন একটি নিয়ম। যেই নিয়ম অনুযায়ী এবার থেকে ৫ বছরের নিচে বাচ্চাদের আধার কার্ডের জন্য আবেদন করতে গেলে করতে হবে আলাদা ফর্ম পূরণ। তবে শুধু ৫ নয়, ০ থেকে ৫ এবং ৫ থেকে ১৮ বছরের উর্ধ্বে যাদের বয়স তারা আধার কার্ডের জন্য নাম নথিভুক্ত করতে গেলে এবার থেকে তাদের আলাদা ফর্ম পূরণ করতে হবে।
এতো দিন যে সমস্ত শিশুরা যাদের বয়স ০ থেকে ৫, এবং ৫ থেকে ১৮ বছরের উর্ধ্বে তাদের আধার কার্ডের নাম নথিভুক্ত জন্য বাবা-মায়ের, এবং শিশুর জন্মের শংশাপত্র, বাবা মায়ের নথিপত্রের প্রয়োজন হতো। তবে এবার থেকে তা আর লাগে না। ০ থেকে ১৮ বছরের উর্ধ্বে যে ব্যক্তি/ শিশুর আধার কার্ড করতে গেলে এবার থেকে আলাদা ফর্ম পূরণ করতে হবে। এবং প্রাপ্তবয়স্কদের মতো শিশুদের বায়োমেট্রিক পদ্ধতিতে তৈরি হবে আধার কার্ড। এরজন্য শিশুর ১০ আঙ্গুলের ছাদ থেকে শুরু করে চোখের মনি স্ক্যান সবকিছুই নেওয়া হবে।