রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর হতে সাহায্য করবে রাজ্য সরকার। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে,যে সমস্ত যুবক-যুবতী নিজের পায়ে দাড়াতে চাইছেন, তাদেরকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা দিয়ে সাহায্য করবে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পের নাম গতিধারা প্রকল্প (Gatidhara Scheme)। রাজ্য সরকারের এই প্রকল্প চালু হয়েছিল ২০১৪ সালে। তবে রাজ্যের বেশিরভাগ জনগণ এই প্রকল্প সম্পর্কে জানেন না বলে অনেকেই সরকারের কাছ থেকে এই বিশেষ সুবিধার লাভ নিতে পারেননি। তবে আপনি কী করে এই প্রকল্পের সুবিধা দিতে পারবেন,সেটাই জানাবো আজকের এই প্রতিবেদনে।
রাজ্য সরকারের পরিকল্পনা এই যে, সরকার গাড়ি কেনার ক্ষেত্রে ছেলেদের এক লক্ষ টাকা এবং মেয়েদের ১.৫ লক্ষ টাকা দিয়ে সাহায্য করবে। তবে সেই এক লক্ষ বা দেড় লক্ষ টাকা পাওয়ার জন্য তাদের গাড়ি কিনতে হবে, যার সাহায্য কাজ করে তারা স্বনির্ভর হতে পারবেন। ছেলেরা যদি অটো, টোটো, পিকাপ ভ্যান বা ফুড ডেলিভারির জন্য কোনো বাইক কিনতে চান, তাহলে তাদেরকে সরকার ১ লক্ষ টাকা দিয়ে সাহায্য করবে। অপরদিকে মেয়েদের ক্ষেত্রে সেই টাকার পরিমাণ হবে আরেকটু বেশি। তারা মোট সরকারের কাছ থেকে দেড় লক্ষ টাকা পাবেন।
তবে এই বিশেষ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, যেগুলো তাকে পূরণ করতে হবে। প্রথমত এই যে আবেদনকারীকে অবশ্যই ২০ থেকে ৪৫ বছর বয়স্ক হতে হবে। তার পারিবারিক আয় মাসিক পঁচিশ হাজার টাকার নিচে হতে হবে এবং তাকে কোনো সরকারি বা বেসরকারি জায়গায় কর্মরত থাকা চলবে না। যদি এই সমস্ত শর্তগুলো পূরণ হয় তাহলেই সে রাজ্য সরকারের গতিধারা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের সাহায্যে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা দামের গাড়ি কেনার ক্ষেত্রে সরকারি সাহায্য পাবেন।