Friday, December 13, 2024

রাজ্যে ICDS অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ প্রচুর কর্মী, ৮ম শ্রেণী পাশেও করা যাবে আবেদন, জানুন পদ্ধতি

রাজ্যে Integrated Child Development Services- থেকে পূনরায় অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী নেওয়া হবে। যাদের এই দুটি পদের মধ্যে যেকোনো একটা পদে চাকরি করার ইচ্ছা আছে, তাদের জন্য আজকের এই নতুন চাকরির খবর। অঙ্গনওয়াড়ি সহায়িকা ও কর্মী পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বেতন,আবেদন পদ্ধতি বিস্তারিত নিচে উল্লেখ করা হলো।

প্রথমেই জেনে নিন যে আবেদন করার জন্য কী যোগ্যতা প্রয়োজন। ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আপনাকে অন্ততপক্ষে অষ্টম শ্রেণি পাশ হতে হবে। আর যদি আপনি ICDS অঙ্গনওয়াড়ি কর্মী হতে চান তাহলে আপনাকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও আপনার বয়স কিন্তু অবশ্যই সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে থাকতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।

Job

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যারা আবেদন করবেন, তাদের কিন্তু লিখিত পরিক্ষা ও ইন্টারভিউ-এর ভিত্তিতে চাকরি দেওয়া হবে। পরিক্ষা হবে পাটিগণিত, সাধারণ জ্ঞান, ইংরেজি,বাংলা, পুষ্টি ও জনস্থাস্থ্য এই বিষয়ের উপর। পরিক্ষা হবে মোট ৯০ নম্বরের উপর। পরিক্ষা দিয়ে যারা চাকরি পাবেন, তাদের সর্বনিম্ন মাসিক বেতন হতে পারে ৬,০০০ টাকা থেকে ৮, ০০০ টাকা।

যদি আপনি অঙ্গনওয়াড়ি সহায়িকা বা অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করতে চান,তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অলাইনে ঠিক কোন পদ্ধতি মেনে আপনাকে আবেদন করতে হবে সেটা আপনি অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে পড়ে নিতে পারবেন। আবেদন করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তির ৩-৪ পাতা ভালো ভাবে পড়ে নেবেন। অনলাইন আবেদন করতে হবে ‘https://hooghly.nic.in/notice_category/recruitment/’-ওয়েবসাইটের মাধ্যমে। এবং বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্ক পাবেন আমাদের হোয়াটস অ্যাপ গ্রুপে।।

আপনার জন্য
WhatsApp Logo