আমাদের রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরে ২৩ জন গ্রুপ সি লেভেলের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। WB Group C Data Entry Operator– পদের মাসিক বেতন কত? আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা কী? কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে? এই সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।।
খাদ্য সরবরাহ দপ্তরে মাসিক ১৬,০০০ টাকা বেতন মোট ২৩ টি শূন্যপদে গ্রুপ সি লেভেলের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে।। কোন ক্যাটেগরির জন্য কতগুলো পদ রয়েছে সেটা আপনি অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারেন। আমাদের Whatsapp Group-এ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। যাইহোক, DEO পদে আবেদন করার জন্য প্রার্থীকে কমপক্ষে ২১ বছর বয়স্ক হতে হবে। তবে আবেদন করার জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স কিন্তু ৩৫ বছরের মধ্যে থাকতে হবে।
গ্রুপ সি লেভেলের পদ, তাই আবেদন করার জন্য বেশি যোগ্যতা না থাকলেও চলবে। DEO- পদে আবেদন করার জন্য প্রথমত আপনাকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। সঙ্গে, কোনো কম্পিউটার কোর্সের সার্টিফিকেট আপনার থাকতে হবে। যদি আপনার এই দুটোই করা থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন।
আরো পড়ুন – মাসিক ৪০,০০০ টাকা বেতন! রাজ্যে এই দফতরে নিয়োগ কর্মী! জেনে নিন আবেদন পদ্ধতি
যারা আবেদন করতে চাইছেন, তাদের food.wb.gov.in- ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইনে নিজের ফোন থেকে আবেদন করতে না পারলে, নিজের কাছাকাছি কোনো অনলাইনের দোকানে গিয়ে আবেদন করতে পারেন। আবেদন করার পর একটা কম্পিউটার ভিত্তিক পরিক্ষা নেওয়া হবে। এরপর একটা ইন্টারভিউ। সেই ইন্টারভিউ-তে পাস করলেই আপনি চাকরি পেয়ে যাবেন।। তবে মনে রাখবেন, এই চাকরি টা হবে শুধুমাত্র এক বছরের জন্য। অর্থাৎ এটা একটা চুক্তিভিত্তিক চাকরি।। তাই যদি আপনি ১ বছরের জন্য চাকরি করতে চান, তাহলেই আবেদন করবেন।