Wednesday, November 13, 2024

বন্ধ হয়ে যাবে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট! মিলবে না টাকা, চালু রাখতে করতে হবে এ কাজ

একজন বাবা-মা তাদের সন্তানদের জন্য সবসময়ই চিন্তিত থাকেন, বিশেষ করে কন্যা সন্তানের জন্য, তাদের পড়াশোনা এবং বিয়ের জন্য সন্তান ছোট থাকতেই টাকা জামানো শুরু করে দেন বাবা-মায়েরা। অপরদিকে কন্যা সন্তানের পড়াশোনা এবং বিয়ের খরচ বাবদ কেন্দ্র সরকারের একটি প্রকল্প যার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করা হয়েছিল। যাতে টাকা রাখলে মেয়েদের বয়স ২১ বছর হাওয়ার পর একটা ভালো পরিমাণে অর্থ ফেরত পাওয়া যায় সেখান থেকে।

দেশের কোটি কোটি মানুষ মেয়ের ভবিষ্যতে কথা চিন্তা করে সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi yojana)টাকা রাখেন। মূলত এই স্কিমে ৮ শতাংশ হারে সুদ পাওয়া যায় তাই এই স্কিমটি পুরো দেশ ব্যাপি এতো জনপ্রিয়। মেয়ের বয়স যখন ১০ বছরের কম তখন থেকেই বাবা মায়েরা এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় একটি বৈধ একাউন্ট খুলতে পারেন এবং ১৫ বছর ধরে টাকা বিনিয়োগের পর মেয়ের বয়স যখন ২১ বছর হয় তখন এই স্কিম থেকে মোটা অংকের টাকা পাওয়া যায়।

Sukanya samriddhi Yojana

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবং যেই কেউই তাদের নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে তাদের কন্যা সন্তানের নামে এই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে একটি ব্যাংক একাউন্ট খুলতে পারেন। তবে শোনো যাচ্ছে যে ইতিমধ্যেই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে যাদের একাউন্ট রয়েছে তাদের একাউন্ট খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে। এবং একাউন্ট চালু রাখতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টের সঙ্গে করতে হবে প্যান-আধার লিঙ্ক নয়তো বন্ধ হয়ে যাবে একাউন্ট। মূলত যারা ৩১ মার্চের পর সুকন্যা সমৃদ্ধি যোজনাতে একাউন্ট খুলেছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র। প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কের কাজ করতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যেই নয়তো সমস্যার মধ্যে পড়তে হবে বিনিয়োগকারীদের।

আপনার জন্য
WhatsApp Logo