রেশন কার্ডের (Ration card) যে গুরুত্ব কতোখানি একমাত্র তারাই ভালো বলতে পারবেন যারা কিনা প্রতিমাসে রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাচ্ছেন। একটি রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে দেশে প্রায় ৮০ কোটি মানুষ রেশন কার্ডের ফায়দা তুলছেন আর এই সংখ্যা আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গে ১০ কোটি। অর্থাৎ পশ্চিমবঙ্গের ১০ কোটি মানুষ রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী গ্রহণ করার পাশপাশি রেশন কার্ডের আর বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন।
কিন্তু রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশনে (Free Ration) খাদ্য সামগ্রী পেয়ে উপকৃত হলেও বহু মানুষ রেশন কার্ডের কারণে বহু সমস্যার মুখে পড়েছেন। যেমন রেশন কার্ডে কারো নামের বানান ভুল, কারো ঠিকানা ভুল, কিংবা কারো পদবী ভুল। আর এসব ভুল সংশোধন করতে গিয়ে বহু মানুষকে বহু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, এমনকি হয়রানি পর্যন্ত হতে হচ্ছে তাদের। কারণ ফর্ম পূরণ করে জমা দিলেও কোন সমাধান হচ্ছে না। তাই সাধারণ মানুষের এই কষ্ট দেখে এগিয়ে এসেছে খোদ পশ্চিমবঙ্গ খাদ্য দফতর (Food department)। তারা একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে যার নাম Khadya Sathi Amar Ration। এই অ্যাপের মাধ্যমে এবার থেকে রেশন কার্ডের যাবতীয় ভুল তথ্য ঘরে বসেই নিজের ফোন থেকেই সংশোধন করতে পারবেন রেশন কার্ড হোল্ডারা।
খাদ্য দপ্তরের Khadya Sathi Amar Ration এই অ্যাপটি পাওয়া যাবে Google Play Store এ। এই অ্যাপটি ডাউনলোড করে এরপর Ration Beneficiary অপশনটিতে ক্লিক করে একটি OTP এর মাধ্যমে ঘরে বসেই রেশন কার্ডের ভুল সংশোধন করতে পারবেন রেশন কার্ড হোল্ডাররা। আর এর জন্য তাদের কোন বিডিও অফিসে যেতে হবে না। সব কাজ ঘরে বসেই হবে মোবাইলে মাধ্যমে। এবং মোবাইলে মাধ্যমেই তাদের ৫ নম্বর ফর্মটি পূরণ করতে হবে এরপর তা প্রয়জনীয় ডকুমেন্ট সহ জমা দিতে হবে। এমনকি ডকুমেন্ট জমা দেয়ার পর ঘরে বসেই রেশন কার্ড হোল্ডাররা চেক করতে পারবেন তাদের রেশন কার্ডের Status।
জানিয়ে রাখি যে, Khadya Sathi Amar Ration মোবাইল অ্যাপটি মূলত পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের তরফ থেকে লঞ্চ করা হয়েছে রেশন কার্ড হোল্ডারদের জন্য। তাই এই অ্যাপের সুবিধা কেবলমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী মানুষেরাই নিতে পারবেন।