Friday, September 13, 2024

১৯,০০০ টাকা বেতন! মাধ্যমিক পাশ যোগ্যতায় গ্ৰুপ সি লেভেলে চাকরি পোস্ট অফিসে

মাধ্যমিক পাস স্কুলগত শিক্ষাগত যোগ্যতায় ডাক বিভাগে প্রচুর টাকা মাসিক বেতনে গ্রুপ সি (Grup-C) লেভেলের পদে চাকরি খালি রয়েছে। যারা অল্প শিক্ষাগত যোগ্যতার ডাক বিভাগে কাজ করতে আগ্রহী,তাদের জন্য আজকের এই চাকরির খবর। বেশ ভালো টাকা বেতনে ডাক বিভাগের যে পথে চাকরি খালি রয়েছে, সেই পদ সংক্রান্ত যাবতীয় বিষয় জানতে হলে সম্পূর্ণ চাকরির খবরটি পড়ে দেখুন।

মাসিক বেতন: প্রথমেই জেনে নিন ডাক বিভাগের গ্রুপ সি লেভেলের পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন কত হবে। ডাক বিভাগের গ্রুপ সি লেভেলের পদে চাকরি পেলে আপনার মাসিক বেতন হবে সর্বনিম্ন ১৯,৫০০ টাকা এবং আপনার সর্বোচ্চ মাসিক বেতন হতে পারে ৬৩ হাজার ২০০ টাকা।

প্রয়োজনীয় যোগ্যতা:  গ্রুপ সি লেভেলের পদ,তাই আবেদন করার জন্য প্রার্থীর খুব বেশি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছেন তারাও এই পদের জন্য আবেদন করতে পারেন। তবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা ছাড়াও যেই পদে নিয়োগ হবে,সেই পদের কাজ জানতে হবে এবং কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়সসীমা: ডাক বিভাগের গ্রুপ সি লেভেলের স্টাফ কার ড্রাইভার পদে আবেদন করতে হলে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। এবং সর্বোচ্চ হতে হবে ২৭ বছর। এই বয়স সীমা ছাড়াও সরকারের নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে প্রার্থীরা বিশেষ ছাড় পাবেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, যারা আবেদন করতে চান, তাদের সর্বোচ্চ বয়স ধরা হয়েছে সর্বোচ্চ ৪০ বছর।

যে পদে নিয়োগ হবে:  ভারতীয় ডাক বিভাগে গ্রুপ সি লেভেলের স্টাফ কার ড্রাইভার পদের চাকরি খালি রয়েছে। এই পদের জন্য মোট দুটি শূন্যপদ খালি রয়েছে।

Post office

যেভাবে আবেদন করতে হবে:  যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। অফলাইনে আবেদন করার জন্য আপনাদের অফিশিয়াল বিজ্ঞপ্তির ৬ নম্বর পেজে যে আবেবেনপত্র রয়েছে, সেটার প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর সেটা সঠিকভাবে পূরণ করে, বিজ্ঞপ্তির পাঁচ নম্বর পেজে যেই ঠিকানা উল্লেখ করা হয়েছে, সেই ঠিকানায় নির্দিষ্ট পদ্ধতিতে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন করতে যাতে কোন ভুল না হয়, সেজন্য আবেদন করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তির পাঁচ নম্বর পেজটা অবশ্যই ভালো করে পড়ে নেবেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo