Friday, December 8, 2023

এই ব্যাংকের গ্ৰাহকদের জন্য চরম সতর্কতা RBI এর! ৩১ তারিখের মধ্যে এ কাজ না করলে বন্ধ হবে একাউন্ট

হাতে সময় আছে মাত্র ১৯ দিন! সময় থাকতে করুন এই কাজ, নইলে হারাতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank account)। গত ২ই আগস্ট জারি হওয়া বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল,আগামী ৩১শে সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকের এই গুরুত্বপূর্ণ কাজটি করতেই হবে। যদি সেই কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে না করা হয়,তাহলে কোনোভাবেই নিজের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হওয়া থেকে আটকানো যাবে না। হাতে কিন্তু সময় রয়েছে মাত্র ১৯ দিন। সময় শেষ হওয়ার আগেই জেনে নেই কাদের এবং কোন কাজটি সময় শেষ হওয়ার আগেই করতে হবে।

আগামী ৩১ শে সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকের গ্রাহকদের যে কাজটি করিয়ে নিতে হবে সেটি হল অ্যাকাউন্টের কেওয়াইসি। কেওয়াইসি (KYC) করার জন্য না তো আপনাকে খুব ঝামেলা পোহাতে হবে আর নাতো আপনাকে খুব বেশি টাকা খরচ করতে হবে। যদি আপনার সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেমন আধার কার্ড,প্যান কার্ড সহ অন্যান্য কিছু নথিপত্র ঠিকঠাক থাকে, তাহলে আপনি খুব সহজেই কেওয়াইসি করিয়ে নিতে পারবেন। সম্প্রীতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ব্যাংকের কেওয়াইসি সংক্রান্ত নিয়মের বিরাট পরিবর্তন করেছে।। ফলে প্রতিটি সরকার বা বেসরকারি ব্যাংক নিজের গ্রাহকদের কেওয়াইসি করার বিষয়ে বারবার সচেতন করে চলেছে।

Punjab National Bank

অন্যান্য ব্যাংকে কেওয়াইসি করার বিষয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো নোটিশ জারি হয়নি। তবে যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছেন তাদের কিন্তু অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে কেওয়াইসি করে নিতে হবে। কেওয়াইসি করার জন্য আপনাকে অবশ্যই আপনার নিকটবর্তী যেকোন শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। যারা ভাবছেন অনলাইনে নিজের কাজ সম্পন্ন করবেন,তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। সুতরাং অনলাইনে ঝামেলা পোহানোর থেকে শাখায় গিয়ে হাতেনাতে কাজ করিয়ে নেওয়াই ভালো।

আপনার জন্য
WhatsApp Logo