Thursday, December 7, 2023

প্যান কার্ড থাকলেই জরিমানা ১০ হাজার টাকা! কেন্দ্রের এই সিদ্ধান্তে রাতের ঘুম উড়ল মানুষের

আধার-প্যান লিঙ্কের খবর শুনে শুনে হয়তোবা কান পচে গিয়েছে অনেকের। যদিও কিছু মানুষ এখনো নিজেদের আধার-প্যান লিঙ্ক করাননি সময় পড়িয়ে গেলেও। তবে যাই হোক আধার-প্যান লিঙ্ক করাবেন না করাবেন এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আধার-প্যান লিঙ্কের মধ্যেই উঠে আসছে আরো একটি গুরুত্বপূর্ণ খবর। যেখানে বলা হচ্ছে যে প্যান কার্ড থাকলেই দিতে হবে ১০,০০০ টাকা জরিমানা।

বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে সেই খবর। যে প্যান কার্ড থাকলেই ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে। তাই আমরা আপনাদেরকে জানাতে চাই যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল হওয়া এই খবর একবারেই সত্য। আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে আপনাকে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে। তাই আপনার মনে এখন নিশ্চয়ই প্রশ্ন তৈরি হচ্ছে যে কেন প্যান কার্ড থাকলে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে আপনাকে? চলুন জেনে নিই কারণ।

PAN card

প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। এই প্যান কার্ড ছাড়া আপনি আয়করের ITR ফাইল করতে পারবেন না। অপরদিকে আরও বিভিন্ন কাজেও প্যান কার্ড লাগে। তাই সরকার প্রতিটি মানুষের কাছে প্যান কার্ড থাকাটা বাধ্যতামূলক করে দিয়েছিল। কিন্তু কিছু মানুষ এই প্যান কার্ডের অপব্যবহার করছেন। কিছু মানুষ ট্যাক্স থেকে বাঁচতে নিজের নামে ২টি প্যান কার্ড ইস্যু করছেন, যাকে বলা হচ্ছে duplicate PAN card। আর এই duplicate PAN card থাকাটা একটি গুরুতর অপরাধ। কারণ একটি মানুষ কেবলমাত্র একটি প্যান কার্ড ইস্যু করতে পারেন নিজের নামে। তাই আপনার কাছে যদি ২টি প্যান কার্ড অর্থাৎ একই নামে দুটি ভিন্ন ভিন্ন প্যান কার্ড থাকে তাহলে আপনাকে ১০,০০০ টাকা জরিমানা এবং ২ বছরের জেল হতে পারে আপনার। ভারতীয় আয়কর দপ্তর দ্বারা এই নিয়ম জারি।

আপনার জন্য
WhatsApp Logo