Friday, September 13, 2024

দিতে হবেনা কোন পরিক্ষা! ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ ভারতীয় রেলে, দারুন সু্যোগ

বেশিরভাগ সরকারি চাকরির ক্ষেতেই প্রথমে লিখিত পরীক্ষা এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা করা হয়। কিন্তু দেখা যায় যে, বেশিরভাগ চাকরিপ্রার্থীই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না ফলে ইন্টারভিউও তারা দিতে পারেন না। তবে ভারতীয় রেল তাদের একটি পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে কোন লিখিত পরীক্ষা দিতে হবে না। লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে কর্মী তাও আবার উচ্চ মাধ্যমিক পাশে। চলুন জেনে নিই বিস্তারিত।

যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ভারতীয় রেল (IRCTC) তাদের ট্যুরিজম কনসালটেন্ট পদের জন্য কর্মী নিয়োগ করছে।

 

শূন্যপদ: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে রয়েছে ২টি‌। অর্থাৎ দু’জন কর্মী ট্যুরিজম কনসালটেন্ট পদের জন্য নিয়োগ করবে IRCTC ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

বেতন: নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা নেই যে এখানে মাসিক বেতন কতো।

সময়সীমা: চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হলেই তারা IRCTC এর উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

 

শিক্ষাগত যোগ্যতা: IRCTC এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এখানে চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ। যে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই এখানে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।

 

Indian railway

নিয়োগ স্থান: কলকাতা এবং গুয়াহাটিতে হবে নিয়োগ।

নিয়োগ পদ্ধতি: শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য দুজন প্রার্থীকে নির্বাচন করা হবে।

 

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের ২১ আগস্ট ২০২৩ এর আগে নিচে দেয়া ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। এর জন্য প্রথমে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে।

আবেদপত্র পাঠানোর ঠিকানা: THE GROUP GENERAL MANAGER, INDIAN RAILWAY CATERING AND TOURISM Corporation LTD 3, GROUND FLOOR KOILAGHAT STREET KOLKATA 7000 001.

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি / আবেদনপত্র ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo