SBI এর পরে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের নাম হচ্ছে HDFC ব্যাংক। যদিও তা বেসরকারি। আর এই HDFC ব্যাংকেই রয়েছে চাকরির দুর্দান্ত সুযোগ। সম্প্রতি HDFC ব্যাংক তাদের ফাইন্যান্স ও ইন্সুরেন্স বিভাগ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ থাকলেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই বিস্তারিত সবকিছু।
যে পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ফাইন্যান্স ও ইন্সুরেন্স বিভাগ পদের জন্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে HDFC ব্যাংক।
নিয়োগ স্থান: পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে হবে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা: HDFC তাদের উক্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চমাধ্যমিক পাশ। সেই সাথে কম্পিউটার জানা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। (নারী-পুরুষ উভয়ই)।
বেতন: যে কোন চাকরির ক্ষেত্রেই মাসিক বেতন খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেয়া হবে ১৬,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য।
শূন্যপদ সংখ্যা: HDFC ব্যাংকের উক্ত পদের জন্য শূন্যপদ সংখ্যা কতো তা উল্লেখ নেই নিয়োগ বিজ্ঞপ্তিতে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। আগ্রহী চাকরিপ্রার্থীদের তাই ১৬ সেপ্টেম্বরের মধ্যে নিচে দেয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে Apply অপশনের দেখা মিলবে, এরপর সেই Apply অপশনে ক্লিক করে আবেদন করে দিতে হবে। আবেদন করতে গিয়ে কোন সমস্যা হলে 7364942708 এই নম্বরে ফোন করার জন্য বলা হচ্ছে।
নিয়োগ পদ্ধতি: HR এর মাধ্যমে হবে কর্মী নিয়োগ।