যদি কর্মসংস্থানের কথা আসে তাহলে ভারতীয় রেল (Indian railway) রয়েছে ১ নম্বরে। ভারতীয় রেল প্রচুর সংখ্যক মানুষকে কর্মসংস্থান দিয়ে থাকে। তাই তো এবারে ভারতীয় রেলের লোকো পাইলট (Loko pilot) পদে নিয়োগ হচ্ছে প্রচুর সংখ্যক কর্মী। তাই আপনার যদি একজন লোকো পাইলট হবার স্বপ্ন থাকে তাহলে জেনে নিন লোকো পাইলট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি চাওয়া হয়েছে এবং আবেদনের শেষ তারিখ সহ আরো বিস্তারিত সবকিছু আলোচনা করা হবে এই প্রতিবেদনে।
ভারতীয় রেল, পূর্ব রেলের তরফ থেকে লোক পাইলট পদের জন্য অসংখ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ALP, Technicians, JEs এবং Train Manager পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। যার মধ্যে আবার শূন্যপদ রয়েছে ৬৯৮ টি। কোন কোন পদে কতো শূন্যপদ তা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড (Download) করার লিঙ্ক নিচে দেয়া হল।
আরো পড়ুন – শূন্যপদ ৯৮ হাজার! মাধ্যমিক পাশে পোষ্ট অফিসে গ্রুপ ডি পদে চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, রেলের ALP, Technicians, JEs এবং Train Manager পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সর্বনিম্ন মাধ্যমিক পাস। যদিও বা ৬৯৮ টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ভিন্ন ভিন্ন। তাই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পছন্দ মতো পদ বেছে নিয়ে তাতে আবেদন করতে হবে। এরই সাথে বয়সসীমা ১৮ থেকে ৪২ বছরের মধ্যে হলেই রেলের উক্ত এই পদ গুলোর জন্য আবেদন করা যাবে। তবে সংরক্ষিত শ্রেণী চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে ৫ থেকে ৩ বছর।
আগ্রহী চাকরিপ্রার্থীদের ৩০ আগস্টের আগে পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করতে গিয়ে যাতে কোন প্রকার কোন সমস্যার মধ্যে পড়তে না হয় তার জন্য india day30 টিমের পক্ষ থেকে সকল চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে, আপনার আপনার নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে, কিংবা যেখানে বিভিন্ন চাকরির ফর্ম পূরণ করা হয় সেখানে গিয়ে রেলের ALP, Technicians, JEs এবং Train Manager এর ৬৯৮ টি শূন্যপদের জন্য আবেদন করতে পারেন।
জানিয়ে রাখি যে, রেলের এই পদ গুলোর বেতন দেয়া হবে কেন্দ্রে সরকারের পে মেট্রিক্স ২ এবং ৬ লেভেল অনুযায়ী।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।