ফের রেলে ৭৭০টি শূন্যপদে নিয়োগ হবে কর্মী, দশম পাশেই এইভাবে করে ফেলুন আবেদন

শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় চাকরি খালি। সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়েতে ৭৭০ এর বেশি শূন্য পদে এবং ২১টি আলাদা আলাদা ট্রেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যারা অল্প শিক্ষাগত যোগ্যতায় ভালো টাকা মাসিক বেতনের চাকরি করতে চান,তাদের জন্য আজকের এই চাকরির খবর। South East Central Railway Recruitment 2023- সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো।

প্রথমেই জেনে নিন দক্ষিণ-পূর্ব সেন্ট্রাল রেলওয়েতে ঠিক কোন কোন পদে এবং ঠিক কতগুলো শূন্য পদে নিয়োগ করা হবে। সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়েতে যে সমস্ত পদের নিয়োগ করা হবে সেগুলো হল- মেকানিক,টেকনিশিয়ান, কার্পেন্টার, স্টেনোগ্রাফার, ডিজেল মেকানিক,মেকানিস্ট,ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফিটার, ওয়েল্ডার ছাড়াও মোট ২১ ধরনের পদে নিয়োগ করা হবে। এই ২১ ধরনের পদের জন্য রেলে মোট ৭৭৬টি শূন্যপদ খালি রয়েছে। অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে সমস্ত পদের নাম এবং কোন পদের জন্য কতগুলো শূন্য পদ খালি রয়েছে সেগুলো দেখে নিতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যতগুলো পদে নিয়োগ করা হবে তার মধ্যে যেকোনো একটি পদে আবেদন করতে চাইলে প্রার্থীর বয়স সর্বনিম্ন হতে হবে ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৪ বছর। সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী ক্যাড়েগরি অনুযায়ী প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় অবশ্যই দেওয়া হবে।।

Job

আবেদন করার জন্য প্রার্থীদের খুব বেশি শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন। নেই শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং ট্রেড অনুযায়ী কাজের অভিজ্ঞতা থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে নিয়োগ করা হবে মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। যারা অন্তত মাধ্যমিক পাস করেছেন এবং মাধ্যমিকের ভালো নম্বর সহ কোনো একটি পদে কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা আবেদন করলে খুব সহজেই চাকরি পেয়ে যাবেন।

যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনেsecr.indianrailways.gov.in- ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় ঠিক কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে,সেই সমস্ত তথ্য আপনি অফিশিয়াল বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন। তাই অনলাইন আবেদন করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তি অবশ্যই ভালো করে পড়ে নেবেন।। তবে যোগ্য প্রার্থীদের হাতে কিন্তু আবেদনের জন্য খুব বেশি সময় নেই। চলতি জুলাই মাসে ৭তারিখ পর্যন্তই যেকোনো একটি পদের জন্য অনলাইন আবেদন করা যাবে।।

অফিশিয়াল নোটিশঃ https://secr.indianrailways.gov.in/uploads/files/1686045200720-act%20apprentice%20notification2023_2024.pdf

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment