Wednesday, September 18, 2024

মাসিক বেতন ১.৫ লাখ! রাজ্যের বাইরে এই পদে নিয়োগ বিপুলসংখ্যক কর্মী, দেরি না করে করুন আবেদন

যারা একটু মোটা বেতনের সরকারি চাকরি খুঁজছেন এবং যারা রাজ্যের বাইরে চাকরি করতে চান তাহলে জন্য রইলো একটি খুশির খবর। সম্প্রতি রাজস্থান হাইকোর্ট আরএইচসি জুনিয়র ব্যক্তিগত সহকারী পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেই পদের বেতন শুরু হচ্ছে ১,০৬,৭০০ টাকা থেকে। আগ্রহী চাকরিপ্রার্থীদের ২ আগস্টের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক রাজস্থান হাইকোর্টের আরএইচসি জুনিয়র ব্যক্তিগত সহকারী পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি চাওয়া হয়েছে।

আরএইচসি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। অর্থাৎ যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা থাকলেই আবেদন করা যাবে। এবং কম্পিউটারের অপারেটিং সিস্টেম, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশীট, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে প্রার্থীর। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়সসীমা চাওয়া হয়েছে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। ১৮ থেকে ৪০ বছর বয়সী চাকরিপ্রার্থীরা আরএইচসি পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, রাজস্থান হাইকোর্ট (আরএইচসি) জুনিয়র ব্যক্তিগত সহকারী পদের শূন্যপদ রয়েছে ৫৯ টি। যেখান সাধারণ বিভাগের জন্য ১৭টি, SC বিভাগের জন্য ১৬টি, ST বিভাগের জন্য ১১টি, EWS বিভাগের জন্য ৪টি, OBC NCL বিভাগের জন্য ৯টি এবং MBC NCL- বিভাগের এর জন্য ২টি পদ রয়েছে।

Exam

আবেদনের পদ্ধতিঃ আগ্রহী চাকরিপ্রার্থীদের RHC অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। যদি আবেদনের পদ্ধতি বুজতে কোনপ্রকার কোন সমস্যা হয় তাহলে তাকে তার নিকটবর্তী সাইবার ক্যাফেতে যেতে বলা হচ্ছে। জানিয়ে রাখি যে General / OBC / MBC এবং অন্যান্য বিভাগের রাজ্যের চাকরি প্রার্থীদের 700 টাকা আবেদন ফি দিতে হবে। এবং SC/ST/PWD বিভাগের প্রার্থীদের ৪৫০ টাকা আবেদন ফি লাগবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন করার  অফিসিয়াল ওয়েবসাইট: https://hcraj.nic.in/hcraj/

আপনার জন্য
WhatsApp Logo