বর্তমানে চাকরির বাজারের যা পরিস্থিতি তাতে সরকারি কেন বেসরকারী চাকরি পাওয়াও কষ্টকর হয়ে গিয়েছে। একটু ভালো বেতনের চাকরি খুঁজতে গেলে বেশ ভালো রকমের কাল ঘাম ঝরাতে হচ্ছে। তবে আর যাই হোক চাকরির জন্য লেগে থাকলে অবশ্যই মনের মতো একটি চাকরি পাওয়া যায়। সম্প্রতি খড়গপুর ITI তাদের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোন কোন পদে কতো কর্মী নিয়োগ করছে খড়গপুর ITI ? বেতনই বা কতো? আবেদনের শেষ তারিখ কবে বিস্তারিত জানানো হবে এই প্রতিবেদনে।
এই পদে হবে নিয়োগঃ খড়গপুর ITI তে চাকরির দুর্দান্ত সুযোগ। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে খড়গপুর ITI জুনিয়ার রিসার্চ ফেলো (Junior Research Fellow)। পদের জন্য কর্মী নিয়োগ করছে। এই চাকরি কেন্দ্রীয় সরকারের ‘মিনিস্ট্রি অফ সায়েন্সেস’ প্রকল্পের অধীনে হবে।
শূন্যপদঃ নিয়োগ বিজ্ঞপ্তিতে থেকে জানা গিয়েছে যে খড়গপুর ITI জুনিয়ার রিসার্চ ফেলো পদে শূন্যপদ রয়েছে ১১টি। এবং এই চাকরির ধরন হচ্ছে অস্থায়ী ভিত্তিতে। পরে হয়তো বা চাকরী অস্থায়ী থেকে স্থায়ী হতে পারে।
বেতনঃ খড়গপুর ITI জুনিয়ার রিসার্চ ফেলো পদের বেতন হচ্ছে মাসিক ৩১ হাজার টাকা স্টাইপেন্ড। আগ্রহী চাকরিপ্রার্থীদের ২৮ জুলাইয়ের মধ্যে খড়গপুর ITI এর অফিসিয়াল ওয়েবসাইটেiitkgp.ac.in গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, খড়গপুর ITI জুনিয়ার রিসার্চ ফেলো পদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে BTech, ME, MSc এবং MTech ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীর এই পদে চাকরির জন্য যোগ।
বয়সঃ সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছরের হলেই আবেদন করা যাবে।
আবেদন পদ্ধতিঃ আগ্রহী চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট iitkgp.ac.in গিয়ে আবেদন করতে হবে। এরজন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে প্রথমে home page থেকে Job অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে টেম্পোরারি পজিশন অপশনে যেতে হবে। এবার সেখানে নিয়োগের বিজ্ঞপ্তি দেখা যাবে এবং সেখান থেকে সরাসরি প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদনের ফর্মটি পূরণ করতে হবে। জানিয়ে রাখি যে কারো যদি আবেদন করতে কোন প্রকার কোন সমস্যার মধ্যে পড়তে হয় কিংবা আবেদনের পদ্ধতি বুজতে কোন সমস্যা হয় তাহলে তাকে তার নিকটবর্তী সাইবার ক্যাফেতে যেতে বলা হচ্ছে। যেখানে গিয়ে “খড়গপুর ITI জুনিয়ার রিসার্চ ফেলো” কথাটি বললে এবং সামান্য কিছু টাকার বিনিময়ে এবং আবেদন মূল্য দিয়ে আবেদন করা যাবে। খড়গপুর ITI জুনিয়ার রিসার্চ ফেলো পদে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৮ জুলাই।