শুরু হলো ২০২৩ সালের বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এবারে মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা কবে থেকে নতুন করে আবেদন করতে পারবে, ২০২৪ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা কবে থেকে রিনিউ (renewal) করতে পারবে এবং কলেজ পড়ুয়ারাই বা কবে থেকে আবেদন করতে পারবে- এই সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা প্রতি বছরই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়ে থাকে। প্রতিবছরের মতো এবারও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন শুরু হয়েগেছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৬০% শতাংশ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ১০০০ টাকা হিসাবে মোট ১২ হাজার টাকা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে পেয়ে থাকেন।
যারা ২০২৩ সালে মাধ্যমিক পাশ করে নতুন করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে চাইছো তাদের এবং যারা এবছর একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করে দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের আবেদন ও রিনিউয়াল শুরু হয়েছে জুলাই মাসের ১২ তারিখ থেকে। নতুন করে আবেদন এবং রিনিউ করার জন্য আপনাকে svmcm.wbhed.gov.in ওয়েবসাইট ভিজিট করে আবেদন করা যাবে।। আবেদন শুরু হয়েছে জুলাই মাসের ১২ তারিখ থেকে। এই আবেদন কত তারিখ পযর্ন্ত চলবে সেই সম্পর্কে কিছু বলা হয়নি।
আরও পড়ুন – দেখে নিন কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করবেন।
তবে যারা ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হতে চলেছো, তাদের জন্য কিন্তু এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। কারণ আবেদন করতে গেলে ভর্তির রসিদ প্রয়োজন। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের বেশিরভাগ কলেজে এখনো পযর্ন্ত ভর্তি প্রক্রিয়া শুরুই হয়নি, সেই কারণে এখনো পর্যন্ত কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য আবেদনের কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে যখন আমাদের রাজ্যের বেশিরভাগ কলেজের ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তখনই আবেদনের জন্য দিন ঘোষণা করা হবে।।