Saturday, July 27, 2024

ভারত পেট্রোলিয়ামে চাকরির সু্যোগ, বেতন ২৫ হাজার টাকা! জেনে নিন আবেদনের পদ্ধতি

পড়ালেখা শেষ করে কি চাকরির সন্ধানে ঘুরছেন? চাকরি কি পাচ্ছেন না? তাহলে আপনার জন্য একটি আনন্দের সংবাদ নিয়ে এসেছি আমরা। মোটামুটি ভালো বেতনে একটি নামি তেল সংস্থায় রয়েছে চাকরির সুযোগ। ন্যূনতম যোগ্যতায় চাকরির সুযোগ রয়েছে পেট্রোল পাম্পে। তাই আপনি যদি পেট্রোল পাম্পে চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

কিছুদিন আগেই ভারত পেট্রোলিয়াম (Bharat petroleum) তাদের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি করেছে। যেখানে ভারত পেট্রোলিয়ামের ২ পদের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাঁরা। যেখানে শূন্যপদ রয়েছে ১৮০টি। নারী পুরুষ নির্বিশেষে আবেদন করতে পারবেন ভারত পেট্রোলিয়ামের এই ২টি পদের জন্য। সেই পদ ২টি হচ্ছে Graduate Apprentices এবং Technician (DIPLOMA) / Non Engineering Graduate Apprentice। যেই পদ দুটির বেতন শুরু হচ্ছে ১৮,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত। তবে সবথেকে মজার বাপার হলো এই পদ গুলোতে আবেদন করার জন্য কোন কোন আবেদন মূল্য লাগবে না।

শিক্ষাগত যোগ্যতাঃ ২টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ২ রকম। যেখানে Graduate Apprentices পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ৬.৩ CGPA সহ ফার্স্ট ক্লাসসহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাস এবং SC/ST/PwD চাকরি প্রার্থীদের জন্য ৫.৩ CGPA পাশ। এবং Technician (DIPLOMA) / Non Engineering Graduate Apprentice পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ৬০% নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়ে ফার্স্ট ক্লাসসহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাস। এবং SC/ST/PwD চাকরি প্রার্থীদের জন্য এই নম্বর ৫০% চাওয়া হয়েছে। এবার চলুন জেনে নেই আবেদনের পদ্ধতি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Petrol pump

আবেদনের পদ্ধতিঃ শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। আগ্রহী চাকরিপ্রার্থীদের Bharat Petroleum Corporation Limited এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর পেজটি login করে Click Establishment Request Menu অপশনে ক্লিক করে আবেদনের ফর্মটি পূরণ করতে হবে। জানিয়ে রাখি যে, ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হলেই চাকরির জন্য আবেদন করতে পারবেন যে কেউই। আবেদনের শেষ তারিখ হচ্ছে ৪ আগষ্ট ২০২৩।

আপনার জন্য
WhatsApp Logo