Friday, September 13, 2024

কোথাও বেশি কোথাও কম! ঘরে বসে এই ৩ কাজ করে মাসে ১০ হাজার টাকা আয় করছেন অনেকে

টাকার প্রয়োজন বর্তমানে সবারই আছে। অন্যদিকে আবার দিন দিন বাড়ছে জিনিসপত্রের দাম। এজন্য অনেকেই আছেন যারা কিনা ছাত্র (Students) বয়স থেকেই টাকা উপার্জনের কথা চিন্তা করে থাকেন। আবার অনেকে আছেন যারা ইতিমধ্যেই চাকরি-বাকরি করছেন পাশপাশি তারাও একটু বাড়তি রোজগারের আশায় দ্বিতীয় পথ খুঁজছেন।

আজ এই প্রতিবেদনে আমরা অনলাইনের সেরা ৩ কাজের বিষয়ে বলবো আপনাদের। আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজেই এখান থেকে মাসে ১০ হাজার টাকা আয় করতে পারবেন। পাশাপাশি চাকরিজীবীদের জন্যও এটি একটি সেরা বিকল্প হতে চলেছে বাড়তি রোজগারের। চলুন জেনে নিই বিস্তারিত।

অনলাইনে সেরা ৩ কাজঃ 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) অনলাইন সার্ভেঃ আপনি হয়তো অবশ্যই জানেন যে এই সার্ভে জিনিসটা কি। এই সার্ভে দুই প্রধানত ধরনের হয়ে থাকে। আপনি ঘরে বসে সার্ভে করতে পারেন যাকে বলা হয় অনলাইন সার্ভে, আবার কোন কম্পানি কিংবা সংস্থায় কাজ নিয়ে আপনি সার্ভে করতে পারেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। তবে অনলাইন সার্ভে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। আপনি যদি ছাত্র কিংবা চাকরিজীবী হন তাহলে আপনার জন্য অনলাইন সার্ভে খুব ভালো হবে কারণ এতে আপনার পড়াশোনা কিংবা চাকরির কোন ক্ষতি হবে না। বর্তমানে Survey Junkie, Swag Bucks, Life Points নামক প্রমুখ ওয়েবসাইট গুলো মানুষকে অনলাইনে সার্ভের কাজ দিয়ে থাকে। এবং এখান থেকে আপনি মাসে ১০,০০০ হাজার আয় করতে পারবেন।

Rupee

২) প্রোডাক্ট প্রমোশনঃ অনলাইনে আপনি প্রোডাক্ট প্রমোশনের (product promotion) কাজ করে মাসে ৩০ হাজার টাকা আয় করতে পারবেন। বর্তমানে গুগলের একটি ওয়েবসাইট Google Adwards যেখানে আপনি বিভিন্ন কম্পানির প্রোডাক্ট প্রমোশন করে বাড়তি টাকা রোজগার করতে পারবেন।

৩) গেম টেস্টিংঃ যখনি কোন নতুন গেম বাজারে ছাড়া হয় তার আগে সেই গেমের টেস্টিং করা হয়। বিভিন্ন গেম প্রস্তুতকারক কোম্পানি গুলো গেম টেস্টিং করার জন্য লোক খুঁজে থাকে। যাকে বলা হয় গেম টেস্টার। যাতে করে গেমে কোন সমস্যা থাকলে গেম খেলার সময় তা আগেই ধরা পড়ে। এরপর তা ঠিক করে ছাড়া হয় বাজারে। আর আপনিই এসব কম্পানির গেম টেস্টার হিসেবে অংশ নিয়ে মাসে বেশ ভালো টাকা উপার্জন করতে পারেন। বর্তমানে Reliance Games, Rockstar India এসব প্রমুখ ওয়েব সাইটগুলো গেম টেস্টার হিসেবে লোক খুঁজে থাকে।

আপনার জন্য
WhatsApp Logo