রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রইলো সুখবর। বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করতে চান, তাদের জন্য বন্ধন ব্যাংক (Bandhan Bank) নিয়ে এলো একটি দুর্দান্ত খবর। জানা গেছে যে, বন্ধন ব্যাংক তাদের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি (notification) প্রকাশ করেছে। যেই বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গের মোট ২৩টি জেলায় নারী-পুরুষ উভয়ের জন্যই কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন্ধন ব্যাংকের তরফ থেকে। তাই আপনি যদি বন্ধন ব্যাংকে চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
সম্প্রতি বন্ধন ব্যাংক তাদের ডাটা এন্ট্রি অপারেটর এবং কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ (customer care executive) পদের জন্য প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাশাপাশি লোন রিকভারি এজেন্ট, ক্রেডিট কার্ড এবং ফোন ব্যাংকিং এর মতো পদে জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধন ব্যাংক। যার বেতন শুরু হচ্ছে ১৫,৫০০ টাকা থেকে ২৩,৫০০ টাকা পর্যন্ত। রাজ্যের বেকার ছেলে-মেয়েরা উচ্চমাধ্যমিক পাশ কিংবা উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরাও বন্ধন ব্যাংকের এই পদ গুলোর জন্য আবেদন করতে পারবেন। জানা গেছে যে, বন্ধন ব্যাংকের এই পদ গুলোর জন্য NCS নামক কেন্দ্রের একটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্র গুলো হচ্ছে, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, চাকরিপ্রার্থীর বায়োডাটা, উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট, মাধ্যমিকের এডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট এছাড়াও গ্রাজুয়েশন পাস থাকলে তার সার্টিফিকেট।
আবেদনের পদ্ধতিঃ বন্ধন ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের NCS নামক অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এটি কেন্দ্র সরকারের নিজস্ব একটি ওয়েবসাইট যেখানে সকল প্রকার চাকরির খবর প্রকাশ করা হয়ে থাকে। চাকরিপ্রার্থীদের NCS ওয়েবসাইটে গিয়ে এরপর Apply অপশনে ক্লিক করে ফর্ম পূরণ করে Apply করে দিতে হবে। জানিয়ে রাখি যে, Apply অপশনে ক্লিক করে যদি Apply করা না যায় তাহলে প্রথমে নিজকে Register করে নিতে হবে NCS ওয়েবসাইটে। আরো একটি কথা আপনি যদি বন্ধন ব্যাংকের রিকভারি এজেন্ট, ক্রেডিট কার্ড এবং ফোন ব্যাংকিং এর মতো পদ গুলিতে আবেদন করতে চান এক্ষেত্রে আপনাকে অফলাইনে (offline) আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য আপনাকে hr. bankinghub@gmail.com এই ইমেইল ঠিকানায় নিজের বায়ো ডাটা পাঠাতে হবে এরপর ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করতে হবে।
আবেদন করুন বন্ধন ব্যাংকে Apply Now
Disclaimer: আপনার যদি বন্ধ ব্যাংকের এই পদ গুলোর জন্য আবেদন করতে কোন রকম কোন সমস্যার মধ্যে পড়তে হয় কিংবা অন্য যে কোন চাকরীর জন্য আবেদন করতে কোন রকম কোন সমস্যার সম্মুখিন হতে হয় তাহলে সেই চাকরি জন্য ইউটিউবে (YouTube) অথবা আরোও ভালো ফলাফলের জন্য গুগলে সার্চ দিতে পারেন।