বেতন ২০ হাজার টাকা, বন্ধন ব্যাংকে রয়েছে অজস্র শূন্যপদ, এভাবে করুন আবেদন

দেশে সরকারি চাকরির যা হাল তাতে একজন চাকরিপ্রার্থী কঠোর পরিশ্রম করেও সরকারি চাকরি পাচ্ছেন না। তাই তো অনেকে সরকারি চাকরির আশা বাদ দিয়ে একটু ভালো বেতনের বেসরকারি চাকরি খুঁজছেন। তাই আপনিও যদি সেই সমস্ত মানুষদের মধ্যে হয়ে থাকেন যারা কিনা বেসরকারিতে ভালো বেতনের চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। কারণ দেশের অন্যতম একটি বড় বেসরকারী ব্যাংক বন্ধন ব্যাংক (Bandhan Bank) তাদের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন জেনে নিই কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে বিস্তারিত।

এই পদে কর্মী নিয়োগ হবেঃ নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে বন্ধ ব্যাংক Field Worker এবং Back Office Worker পদের জন্য বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করছে। এবং দুই পদে শূন্য রয়েছে মোট ১০,০০০টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়সসীমাঃ ১৮ বছরের উপরে হলেই আবেদন করা যাবে বন্ধন ব্যাংকের এই দুই পদের জন্য।

শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারী উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে বন্ধন ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটbandhanbank.com/careers এ যেতে হবে। এরপর সেখানে থেকে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে ফর্মটি পূরণ করে Submit করে দিতে হবে।

আরও পড়ুনমোটা বেতন! Axis Bank এ রয়েছে সরাসরি চাকরির সুযোগ, এভাবে করুন আবেদন

বেতনঃ বন্ধ ব্যাংকের Field Worker এবং Back Office Worker এই দুই পদের বেতন শুরু হচ্ছে অনুমানিক ১৫,০০০ হাজার থেকে ২০,০০০ টাকা। (সংশ্লিষ্ট ওয়েবসাইটে তথ্য দেয়া নেই)

প্রয়োজনীয় ডকুমেন্টঃ বন্ধ ব্যাংকের এই দুটি পদের জন্য কোন আবেদন মূল্য লাগবে না। আবেদন করার সময় প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং পূর্বে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো।

আবেদনের পদ্ধতিঃ আগ্রহী চাকরিপ্রার্থীদের bandhanbank.com/careers ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে। যদি কারো আবেদন পদ্ধতি জানা না থাকলে তাহলে তাকে তার নিকটবর্তী সাইবার ক্যাফেতে যেতে বলা হচ্ছে। যেখানে চাকরি ফর্ম পূরণ করা হয়। এছাড়াও ঘরে বসে অনলাইনেও আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখঃ সংশ্লিষ্ট ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি আবেদনের শেষ তারিখ। তাই আমাদের পোর্টালে প্রতিবেদনটি প্রকাশিত হবার পর দুই এক দিনের মধ্যে আবেদন করলেই হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment