Saturday, July 27, 2024

ফের রেলে চাকরির বিজ্ঞপ্তি, কোন পরিক্ষা ছাড়াই নিয়োগ হবে সরাসরি, জানুন আবেদন পদ্ধতি

যদি কর্মসংস্থানের কথা আসে তাহলে ভারতীয় রেল (Indian railway) প্রথম স্থান দখল করে আছে পুরো দেশের মধ্যে। ভারতের বহু সংখ্যক বেকার যুবক-যুবতীদের চাকরি দিয়ে থাকে এই ভারতীয় রেলওয়ে। তাই তো একবার ফের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেলওয়ে। যেখানে কোন রকম কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি হবে চাকরিতে নিয়োগ। তাই আপনি যদি ভারতীয় রেলে চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC), পশ্চিমাঞ্চল (WR) শিক্ষানবিশ পদের জন্য মোট 3624 টি শূন্যপদ প্রকাশ করেছে। যার আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 জুলাই। খবর অনুযায়ী গত 27 জুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে। চাকরিপ্রার্থীদের মাধ্যমিকে ৫০% নম্বর থাকলেই আবেদন করা যাবে রেলের 3624 টি শূন্যপদের জন্য। সেই সঙ্গে বয়সসীমা হতে হবে ১৫ থেকে ২৫ বছরের মধ্যে।

মেধাতালিকায় মাধ্যমে চাকরিতে নিয়োগ দেয়া হবে চাকরিপ্রার্থীদের। যে কোন স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ 10+2 পদ্ধতিতে ম্যাট্রিকুলেট বা 10ম শ্রেণী পাস থাকলেই হবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, আগ্রহী চাকরিপ্রার্থীদের রেলেরrrc-wr.com ওয়েবসাইটে গিয়ে চাকরির জন্য আবেদনের ফর্মটি ভরতে হবে। আবেদনের সময় ১০০ টাকা ফি নেয়া হবে চাকরিপ্রার্থীদের থেকে। তবে যদি চাকরিপ্রার্থী SC/ST/PWD/ নারী আবেদনকারী হয়ে থাকে তাহলে কোনো ফি দিতে হবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Job

আবেদনের পদ্ধতিঃ চাকরিপ্রার্থীদেরrrc-wr.com অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর Home page থেকে আবেদনের অপশনে ক্লিক করতে হবে। আবেদনের অপশনে ক্লিক করার পর একটি নতুন পেজ আসবে সমানে, সেই ফর্মে যাবতীয় সব তথ্য দিয়ে একবার চোখ বুলিয়ে নিয়ে তারপর Apply করে দিতে হবে।

আপনার জন্য
WhatsApp Logo