Saturday, July 27, 2024

বর্তমানে চলছে সরকারি এই ৫টি পদে কর্মী নিয়োগ, সময় শেষ হবার আগেই করুন আবেদন

বর্তমানে একটি সরকারি চাকরি পাওয়া ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে শুধু ভাগ্য বললে ভুল হবে কারণ একটি সরকারি চাকরি পাওয়ার জন্য প্রচুর পরিশ্রমও করতে হয়। তবে যাই হোক ভাগ্য এবং পরিশ্রম সেটা আপনার উপর নির্ভর করছে। আমরা তো শুধু চাকরির খবর দিয়ে থাকি আপনাদের। তাই এই প্রতিবেদনে ৫টি সরকারি চাকরির ব্যাপারে বলবো আপনাদের। এসব চাকরির তারিখ শেষ হবার আগেই আবেদন করতে হবে আপনাদের।

বর্তমানে চলেছে এই ৫টি সরকারি চাকরিঃ

১) কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগঃ যার আবেদনের শেষ তারিখ হচ্ছে ৪ আগষ্ট ২০২৩। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে accountant এবং Data manager এই দুই পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র স্নাতক পাস হলেই আবেদন করা যাবে। আগ্রহী চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

২) জেলা আদালত গ্রুপ-সি নিয়োগঃ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চমাধ্যমিক পাশ এবং তার সাথে ষ্টেনোগ্ৰাফিতে ডিপ্লোমা এবং কম্পিউটারের বেসিক জ্ঞান থাকলেই চলবে। এখানে পদের নাম P.A Stenographer। জেলা আদালত গ্রুপ-সি তে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ৩১ জুলাই ২০২৩। আবেদন পদ্ধতি অফলাইনে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেয়া ঠিকানায় চিঠি পাঠিয়ে আবেদন করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩) ITBP কনস্টেবলঃ ভারতীয় সেনার ITBP কনস্টেবল নিয়োগ হচ্ছে কর্মী। এখানে পদ রয়েছে ড্রাইভার (Drive) পদ। আগ্রহী চাকরিপ্রার্থীদের ২৬ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ, সেই সাথে গাড়ি চালানো অবশ্যই জানা থাকতে হবে।

Job

৪) কেন্দ্রীয় চামড়া গবেষণাগারে কর্মী নিয়োগঃ এখানে পদের নাম Scientific Administration assistant। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস পাশাপাশি কম্পিউটারে MS word এবং MS Excel এ জ্ঞান থাকতে হবে। সর্বোচ্চ ৫০ বছর বয়সী লোকেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে ২৪ জুলাই।

৫) কল্যাণীতে AIIMS এ কর্মী নিয়োগঃ এখানে পদের নাম blood centre technician। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে diploma in medical laboratory technician অথবা transformation medicine or Blood Bank technology বিষয়ে ডিগ্রী। আবেদন করার শেষ তারিখ হচ্ছে ৩ আগষ্ট। আবেদন পদ্ধতি অফলাইনে হবে। বিজ্ঞপ্তিতে দেয়া ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

জানিয়ে রাখি যে, এই প্রতিবেদনে যে ৫টি সরকারি পদে চাকরির খবর আলোচনা করা হয়েছে। তাই এসব পদে আবেদন করার জন্য আপনি আপনার নিকটবর্তী সাইবার ক্যাফেতে যেতে পারেন। সেখানে চাকরি সংস্থার নাম এবং পদের নাম বললে খুব সহজেই আবেদন করা যাবে। এছাড়াও ঘরে বসে আবেদন করতে গিয়ে বুঝতে ভুল হওয়ার কারণে নানান সমস্যার মধ্যে পড়তে পারেন অনেকে। তাই সব থেকে ভালো হবে সময়ের আগেই নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে এসব চাকরির ফর্ম পূরণ করার জন্য। তবে আপনি YouTube অথবা গুগলে সার্চ করেও এসব চাকরির ফর্ম পূরণ করার চেষ্টা করতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo