যারা বেকার বাড়িতে বসে আছেন এবং একটি সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য রইলো সুখবর। সম্প্রতি ইউপিএসসি জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে এবং আরো অন্যান্য পদের জন্য মোট ২৬১ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৭/০৭/২০২৩। এই তারিখের মধ্যে আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে। চলুন জেনে নিই কোন কোন পদে নিয়োগ হবে এবং শিক্ষাগত যোগ্যতা কতোর প্রয়োজন হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে ৪৬টি, সহকারী প্রকৌশলী পদে ৩টি, সহকারী সার্ভে অফিসার পদে ৭টি, প্রিন্সিপাল অফিসার পদে ১টি জন এবং সিনিয়র লেকচারারের পদের জন্য ৩ জনকে নিয়োগ করা হবে। এখানেই শেষ নয়, প্রাণিসম্পদ কর্মকর্তার পদে ৬ জন, জুনিয়র সায়েন্টিফিক অফিসার পদে ৫ জন, পাবলিক প্রসিকিউটর পদে ২৩ জন, এয়ার ওয়ার্থিনেস অফিসারের পদে ৮০ জন এবং এয়ার সেফটি অফিসারের পদের জন্য ৪৪ জনকে নিয়োগ দেয়া হবে। চাকরি করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ১৭/০৭/২০২৩ এর মধ্যে UPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র করতে হবে। এবং আবেদন মূল্য বাবদ ২৫ টাকা ফি দিতে হবে। তবে যদি চাকরিপ্রার্থী SC/ST/ অথবা PwBD ক্যাটাগরি হয়ে থাকে তাহলে কোন আবেদন মূল্য দেওয়া লাগবে না তার।
শিক্ষাগত যোগ্যতা: উপরে পদ গুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা কতো তা UPSC- এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই দেখা যাবে। ওখানে ভালোভাবে বলে দেয়া আছে উপরে পদ গুলোর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে। জানিয়ে রাখি যে, চাকরি করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ১৭ জুলাই ২০২৩ এর মধ্যে আবেদন করতে হবে। এবং আবেদন করার সময় শুধুমাত্র SBI এর মাধ্যমে ২৫ টাকা ফি জামা দিতে হবে। এরজন্য চলে যেতে হবে SBI-এর নিকটবর্তী শাখাতে।