ভারতে সবচেয়ে সংরক্ষিত হলো এই ৩ ব্যাংক! দেশবাসীর উদ্দেশ্যে নাম প্রকাশ করলো RBI, দেখে নিন

বন্ধ হচ্ছে একের পর এক ব্যাংক (Bank), কোন ব্যাংকের লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে আবার কোন ব্যাংক হয়ে যাচ্ছে দেউলিয়া। মনে করা হচ্ছে যে, ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং অতিরিক্ত ঋণ দেয়ার কারণেই বহু ব্যাংক দেউলিয়া হয়ে হচ্ছে। তবে একদিকে যেমন বহু ব্যাংক বন্ধ এবং বহু ব্যাংক দেউলিয়া হতে যাচ্ছে এমন সময়ই ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI প্রকাশ করেছে ভারতের সবচেয়ে সুরক্ষিত ৩ ব্যাংকের নাম। যার মধ্যে রয়েছে ১টি সরকারি এবং অন্য ২টি বেসরকারি ব্যাংকের নাম।

RBI জানায় যে, বর্তমান ভারতের সবচেয়ে সুরক্ষিত ৩ টি ব্যাংক হচ্ছে SBI, HDFC এবং ICICI ব্যাংক। এই ৩ ব্যাংক দেশের সবচেয়ে সুরক্ষিত ব্যাংক তাই দেশের জনগণ এই ৩ ব্যাংকে টাকা রাখতে পারেন নিশ্চিন্তে। RBI জানায় যে, এই ৩ ব্যাংকের কখনো ডুবে যাওয়া কিংবা দেউলিয়া হয়ে যাবার সম্ভবনা নেই। কারণ ভারত সরকার থেকে শুরু করে খোদ RBI এর নজর চালিত ব্যাংক হচ্ছে এই ব্যাংক গুলো। RBI জানায় যে, আগামী দিনে যদি দেশে অর্থনৈতিক দুরবস্থাও তৈরি হয় তাহলেও সরকার এবং RBI মিলে যৌথ ভাবে এই ৩ ব্যাঙ্ককে নিরাপদে রাখার চেষ্টা করবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সারা দেশে মোট বেসরকারি ব্যাংকের সংখ্যা হলো ২১টি এবং সরকারি ব্যাংকের সংখ্যা ১২টি। যদিও দেশে ধীরে ধীরে সরকারি ব্যাংকের সংখ্যা ক্রমশ কমছে। সরকার কিছু কিছু সরকারি ব্যাংক গুলোকে বেসরকারি করে দিচ্ছে, আবার কিছু ছোট ছোট ব্যাংক ডুবে যাচ্ছে। তবে SBI, HDFC এবং ICICI এই ৩ ব্যাংকের ডুবে যাওয়ার কোন সম্ভাবনা নেই। রিপোর্ট অনুযায়ী, দেশে সবচেয়ে বড় সরকারি ব্যাংক SBI এর গ্ৰাহক সংখ্যা ৪৪ কোটি এবং সারা দেশে মোট ২২ হাজারেরও বেশি শাখা রয়েছে SBI এর। HDFC ব্যাংকের রয়েছে ৭ কোটিরও বেশি গ্রাহক, দেশ জুড়ে ব্যাংকটির শাঁখা রয়েছে ৭৮২১টি। অন্যদিকে ICICI ব্যাংকের শাখা রয়েছে ৫২৭৫ টি। ICICI ব্যাংক হচ্ছে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাংক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment