ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া’ (RBI) প্রকাশ করেছে চাকরির বিজ্ঞপ্তি। যেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রিজার্ভ ব্যাঙ্কের মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে বেশ কয়েকজনকে। যাদের বেতন দেয়া হবে ঘন্টা হিসাবে করে। অর্থাৎ ১ ঘন্টা কাজ করলে তাকে বেতন দেয়া হবে ১ হাজার টাকা। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে রিজার্ভ ব্যাংকের মেডিক্যাল কনসালট্যান্ট পদে চাকরি করতে ইচ্ছুক আগ্রহ চাকরিপ্রার্থীদের ১১ জুলাই বিকাল ৫ টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। চাকরির স্থান মণিপুর শাখা।
রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড (download) করা যাবে আবেদনপত্রটি। এই চাকরিটি হবে সম্পুর্ন চুক্তিভিত্তিক, যার মেয়াদ হবে ৩ বছর। এই ৩ বছরের প্রতি ঘন্টায় ১ হাজার টাকা করে বেতন দেয়া হবে চাকরি করা ব্যক্তিকে।
চাকরির জন্য যোগ্যতাঃ
রিজার্ভ ব্যাংকের মেডিক্যাল কনসালট্যান্ট পদে জন্য যোগ্যতা চাওয়া হয়েছে এমবিবিএস (MBBS) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রী থাকলেই আবেদন করা যাবে রিজার্ভ ব্যাংকের মেডিক্যাল কনসালট্যান্ট পদে জন্য। পাশাপাশি কারো যদি জেনারেল মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলেও সে আবেদন করতে পারবে রিজার্ভ ব্যাংকের এই পদের জন্য। পাশাপাশি তার হসপিটালে চাকরি করার ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই।
আবেদনের পদ্ধতিঃ
প্রথমে রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর হোম পেজ (Home page) থেকে চাকরির বিজ্ঞপ্তির নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। এরপর সেই বিজ্ঞপ্তিতে যেই ঠিকানা রয়েছে সেই ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্রটি। জানিয়ে রাখি যে, আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হচ্ছে ১২ জুলাই বিকেল ৫টা।