Monday, October 14, 2024

মনের মতো মাইনা! Jio তে কাজ করে মাসে ইনকাম করুন ৩০ হাজার টাকা, দারুন সু্যোগ

বেকারত্ব জীবন খুবই ভয়ংকর। বিশেষ করে স্টুডেন্ট লাইফে (Student life) পড়াশুনার পাশাপাশি কাজ করা খুবই জরুরি। এর মাধ্যমে শুরু থেকেই যেমন আত্মনির্ভর হাওয়া যায় তেমনি পড়াশুনার খরচও উঠে আসে। তবে স্টুডেন্ট লাইফে ভালো একটি কাজ খুঁজতে গিয়ে অনেক সময়ই প্রতারনা ঘটনা ঘটে। কিছু অসাধু মানুষ নিজেদের লক্ষ্য বানিয়ে থাকে শিক্ষার্থীদের, তাই আজ আমরা আপনাদেরকে এমন একটি কাজের সন্ধান দেবো যেখানে প্রতারণার অবার সম্ভাবনা প্রায় শূন্য।

আপনি হয়তো Relience jio-র নামটি শুনছেন। “হ্যা” এটিই সেই বিখ্যাত ধনুকুবের মুকেশ আম্বানির কম্পানির। আর আপনার ফোনে হয়তো এই মুহূর্তে jio-র সিমই লাগানো আছে। আর এই Relience jio-ই নিয়ে এসেছে কাজের একটি দুর্দান্ত সুযোগ। এবার আপনি Jio সাথে work from home করে প্রতিমাসে মাসে ইনকাম করতে পারবেন ৩০ হাজার টাকা। জানা গেছে যে, সম্প্রতি Relience jio তাদের অ্যাসোসিয়েট পদে ফ্রিল্যান্সার হিসাবে লোক নিচ্ছে। যার শূন্যপদ প্রকাশ করা হয়েছে ৭৭৮৯ টি। তাই আপনি যদি Relience jio-র অ্যাসোসিয়েট পদে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে চান জানুন বিস্তারিত সব কিছু।

শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হলেই চাকরি মিলবে Relience jio-র অ্যাসোসিয়েট ফ্রিল্যান্সার পদে। যার বেতন হবে মাসিক ২০ থেকে ৩০ হাজার টাকা। তবে এই টাকার পরিমাণ আর বাড়বে যদি আপনি ৮ ঘন্টা ডিউটি করেন। যেহতু এটা একটা word from home job সেই জন্য আপনার কাছে একটি Smartphone থাকা জরুরী, পুরো কাজটাই হবে smartphone এর দ্বারা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio

এভাবে আবেদন করুন:

আপনাকে সর্বপ্রথম careers.jio.com এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর নিজেকে নিবদ্ধ করতে হবে সেই ওয়েবসাইটে। নিজেকে নিবদ্ধ করার পর যাবতীয় সব তথ্য দেয়ার মাধ্যমে আবেদনপত্র জমা হয়ে যাবে। এরপর আপনাকে Relience jio থেকে ইমেইল অথবা কল করা হবে।

আপনার জন্য
WhatsApp Logo