Saturday, December 2, 2023

৩০ হাজারের বেশি টাকা থাকলেই বন্ধ হবে একাউন্ট, RBI চালু করলো নতুন নিয়ম! জেনে নিন কাদের জন্য

মোটামুটি ৩ থেকে ৪ সপ্তাহ আগে RBI (রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া) বাজার থেকে ২,০০০ টাকার নতুন নোট প্রত্যাহারের ঘোষণা করেছিল, আর এমন ঘোষণায় হঠাৎ করেই মানুষ চমকে গিয়েছিল ২০১৬ সালের নোট বন্দির মতো ঘটনায়। যদিও ২,০০০ টাকার নোট বদলের জন্য সাধারণ মানুষদের যথেষ্ট পরিমাণে সময় দেয়া হয়েছে RBI-এর তরফ থেকে। তবে RBI- এর তরফ থেকে মাঝে মধ্যেই ২,০০০ টাকার নোট নিয়ে উঠে আসছে নানান খবর। অন্যদিকে সাধারণ মানুষও নজর রেখে চলেছে RBI-এর এসব স্টেটমেন্টের উপরে।

এমতাবস্থায় RBI-এর তরফ থেকে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর। RBI চালু করেছে নয়া নিয়ম। যেই নিয়ম অনুযায়ী এবার থেকে ৩০ হাজারের বেশি টাকা একাউন্টে (Bank account) থাকতেই সেই একাউন্ট নাকি বন্ধ হয়ে যাবে। RBI এর এমন ঘোষণায় চমকে গিয়েছেন বহু মানুষ। বহু মানুষের ফোনে আসছে এসব মেসেজ। এমনকি সোশ্যাল মিডিয়াতেও (Social media) ভাইরাল (viral) হয়ে পড়ছে RBI- এর জারি করা নতুন এই নিয়ম। তবে ফ্যাক্ট চেক তথা PIB-র তরফ থেকে একটি টুইট করে জানানো হয় যে এই খবরটি সম্পুর্ন মিথ্যা, RBI এমন কোন নিয়ম চালু করেনি যেখানে একাউন্টে ৩০ হাজারের বেশি টাকা থাকলেই সেই একাউন্ট বন্ধ হয়ে যাবে। সাধারণত মানুষদের এসব খবরে কান দিতে বারণ করা হয়েছে PIB-র তরফ থেকে।

RBI

ব্যাংকে নগদ কতো টাকার রাখার সীমা রয়েছে?

আসলে ব্যাংকে নগদ রাখার কোন সীমা নেই। আপনি আপনার আয়ের উপর নির্ভর করে যতো খুশি টাকা নগদ রাখতে পারেন ব্যাংকে। তবে ব্যাংকে minimum balance রাখার নিয়ম অবশ্যই রয়েছে। আর সেটা নির্ভর করছে কোন ব্যাংক কতো minimum balance রাখতে দেয় তার উপরে। অন্যদিকে ব্যাংকে নগদ টাকা জমা করার ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে। যেমন ১ বছরে শুধুমাত্র ১০ লাখ টাকা নগদ জমা করা যেতে পারে ব্যাংকে। এর চেয়ে বেশি টাকা জমা করতে হলে তা অনলাইন ট্রান্সফারের (online transaction) মাধ্যমে জমা দিতে হবে। অপরদিকে ১০ লাখ টাকার বেশি একক লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক আপনার থেকে নথিপত্র চাইতে পারে।

আপনার জন্য
WhatsApp Logo