সরকারি চাকরির প্রার্থীদের জন্য একটি বিশেষ সুখবর রয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রক বা Ministry of Railway-তে মোটা বেতনের চাকরি খালি রয়েছে। যারা কেন্দ্রীয় সরকারের অধীনে ভারতীয় রেল মন্ত্রকে চাকরি করতে আগ্রহী রয়েছেন,তারা আজকের এই নতুন সরকারি চাকরির খবরটি পড়ে দেখতে পারেন।
ভারতীয় রেল মন্ত্রকে এবার ডেপুটি কমিশনার পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। যাদের এই পদে নিয়োগ করা হবে তাদের কিন্তু খুবই উচ্চ মাসিক বেতন দেওয়া হবে। যারা ডেপুটি কমিশনার পদে চাকরি পাবেন তাদেরর সর্বনিম্ন মাসিক বেতন হবে ৩৭ হাজার ৪০০ টাকা এবং সর্বোচ্চ মাসিক বেতন হবে ৬৭ হাজার টাকা।।
যারা ডেপুটি কমিশনের পদটির জন্য আবেদন করবেন তাদের কিন্তু কোনো সর্বনিম্ন বয়স সীমা এখানে বলা হয়নি। তবে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছর। ডেপুটি কমিশনার পদ সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থেকে থাকে,তাহলেই আপনি কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার বিষয়টা আপনি অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন।
যে সমস্ত প্রার্থীরা ডেপুটি কমিশনার পদে আবেদন করার জন্য যোগ্য, তাদের অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য সবার প্রথমে প্রার্থীকে নিজের বায়োডাটা (biodata) তৈরি করতে হবে। এরপর অফিশিয়াল বিজ্ঞপ্তিতে যে ঠিকানা রয়েছে, সেই নির্দিষ্ট ঠিকানায় নিজের আবেদন পত্র পাঠিয়ে দিতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে,নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যেই প্রার্থীদের আবেদনপত্র পাঠাতে হবে।