ভারতের প্রায় ৮০ কোটি মানুষের কাছে রেশন কার্ড (Ration card) রয়েছে, অন্যদিকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে রেশন কার্ড রয়েছে ১০ কোটি। এমতাবস্থায় রেশন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করা কেন্দ্র এবং রাজ্যের কাছে একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু মাঝে মধ্যেই রেশন কার্ডে নামের বানান ভুল, কারো পদবী ভুল আবার কারো ঠিকানা ভুলের জন্য রেশন ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে! মানুষ এসব ভুল বানান সংশোধন করার জন্য ফর্ম পূরণ করে জমা দিচ্ছে রেশন দোকান অথবা বিডিও অফিসে। অন্যদিকে আবার এসব ফর্ম অপেক্ষমান অবস্থায় পড়ে আছে বহু মানুষের।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এসব ঝামেলা থেকে মুক্তি দিতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে একটি দারুন মোবাইল অ্যাপ (Mobile application)। যেই অ্যাপ দিয়েই বাড়িতে বসেই সংশোধন করা যাবে রেশন কার্ডের যাবতীয় ভুল তথ্য, ঠিক হবে ভুল নামের বানান। ফলে আর যেতে হবেনা বিডিও অফিসে, করতে হবে না কোন ফর্ম পূরণ। খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের তরফ থেকে লঞ্চ করা হয়েছে ‘খাদ্য সাথী আমার রেশন’ (Khadya Sathi Amar Ration Mobile App) এই অ্যাপটি।
‘খাদ্য সাথী আমার রেশন’ অ্যাপটি মিলবে Google Play Store এ। Google Play Store গিয়ে অ্যাপটির নাম লিখলেই চলে আসবে। এরপর অ্যাপটি ডাউনলোড করার পর ‘Ration Beneficiary’ অপশনে ক্লিক করে রেশন কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে login করে রেশন কার্ডের যাবতীয় কাজ করা যাবে। জানিয়ে রাখি যে, খাদ্য সাথী আমার রেশন’ নামক মোবাইল অ্যাপটি দিয়ে কৃষকেরাও নানান ধরনের সুবিধা পাবেন।