Wednesday, November 13, 2024

মাধ্যমিক পাশেই চাকরি সুযোগ রেলে, শূন্যপদ ৪৩৫০০ টি! এভাবে করুন আবেদন

ভারতের সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে চাকরি দিয়ে থাক ভারতীয় রেলওয়ে (India railway)। এবার সেই ভারতীয় রেলেই রয়েছে চাকরির দূরদূরান্ত সুযোগ। সম্প্রতি ভারতীয় রেল প্রকাশ করেছে ৪৩৫০০ টি শূন্যপদ। তবে সবথেকে আনন্দের বিষয় হচ্ছে মাধ্যমিক পাশ থাকলেই চাকরির জন্য আবেদন করতে পারবেন যে কেউ। তাই আপনি যদি ভারতীয় রেলে চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

—–+

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, ভারতীয় রেল গ্রুপ ডির (group D) বিভিন্ন পদে ৪৩ হাজার ৫০০ শূন্য পদে কর্মী নিয়োগ করছে। যাদে—র বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে তারাই আবেদন করতে পারবেন এই পদের জন্য। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে সর্বনিম্ন মাধ্যমিক পাশ এবং উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পুর্ন প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ বলা হয়েছে, কোন তথ্য নেই এই মুহূর্তে।

——

আবেদনের পদ্ধতি:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চাকরিপ্রার্থীদের ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট (offical website) গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদনের ফর্মটি ঠিকঠাক ভাবে ফিলাপ করতে হবে। এছাড়াও আবেদন করার সময় আবেদনকারীর ১ কপি পাসপোর্টের সাইজের ছবি লাগবে ।

——-

এছাড়াও এই সমস্ত ডকুমেন্টের প্রয়োজন হবে আবেদন করার সময়:

১) বয়সের প্রমাণপত্র।

) মাধ্যমিক পাশ সার্টিফিকেট।

৩) আধার, ভোটার, প্যান কার্ড।

) কাস্ট সাটিফিকেট (যদি থাকে)।)

) পাসপোর্ট সাইজের ১টি রঙিন ছবি।

আপনার জন্য
WhatsApp Logo