উচ্চমাধ্যমিক পাশেই মিলবে চাকরি, বন্ধন ব্যাংকে রয়েছে প্রচুর শূন্যপদ! জানুন বিশদে

রাজ্যের যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কিংবা চাকরিপ্রার্থীরা যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য একটি দারুন খবর নিয়ে এসেছি আমরা। সম্প্রতি বন্ধন ব্যাংক (Bandhan Bank) প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ থাকলেই চাকরি মিলবে বন্ধন ব্যাংকের ডেটা এন্ট্রি অপারেটর এবং কাষ্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে, যার বেতন শুরু হচ্ছে ১৫,৫০০ থেকে ২৩,৫০০ পর্যন্ত। তাই আপনি যদি বন্ধন ব্যাংকের এই ২ পদে চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।

বন্ধন ব্যাংক প্রতি ৩ মাস অন্তর অন্তর কর্মী নিয়োগ করে থাকে। পুরুষ এবং মহিলা উভয়ই কোন লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের মধ্যে বন্ধন ব্যাংকের ডেটা এন্ট্রি অপারেটর এবং কাষ্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে আবেদন করতে পারবেন। শুধু তাই নয় ডেটা এন্ট্রি অপারেটর এবং কাষ্টমার সার্ভিস এক্সিকিউটিভ বাদেও লোন রিকভারি, ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং পদের জন্যও কর্মী নিয়োগ করছে বন্ধ ব্যাংক। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ এবং উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পুর্ন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন এই পদ গুলোর জন্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এভাবে আবেদন করুন:

Job

বন্ধন ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে NSC অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর ‘Bandhan Bank Recruitment’ লেখা লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে ‘Apply online‘ লেখা অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র দিয়ে ফর্মটি ডাউনলোড এবং ফিলাপ করে অনলাইনেই জমা দিতে হবে। তবে যদি আপনি বন্ধন ব্যাংকের লোন ডিপার্টমেন্ট বা আরও অন্যান্য পদে চাকরি করতে চান তাহলে আপনাকে departmentbandhanbank@ gmail.com এ মেল করতে হবে। তবে আপনি অনলাইনেও এ পদ গুলোর জন্য আবেদন করতে পারবেন।

কি কি ডকুমেন্টস লাগবে এক নজরে:

) আধার কার্ড

) ভোটার আইডি কার্ড

) প্যান কার্ড

) মাধ্যমিকের এডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট

) উচ্চ মাধ্যমিকের পাশের সার্টিফিকেট

) গ্রাজুয়েশন পাশে সার্টিফিকেট (যদি পাশ থাকে)

) পাসপোর্ট সাইজের ছবি

৮) চাকরি প্রার্থীর বায়োডাটা।

এছাড়াও চাকরির সমন্ধে যে কোন কিছু জিজ্ঞাসা এবং প্রশ্ন থাকলে প্রার্থীদের 7044571663 এবং 7044871748 নম্বরে ফোন করতে বলা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment