Saturday, July 27, 2024

ব্যাংকের ম্যানেজার হতে চান? Yes Bank নিয়ে এলো অজস্র শূন্যপদ, আবেদনের পদ্ধতি জেনে নিন

যারা সরকারি চাকরি না পেয়ে বেসরকারি চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এক দারুণ খুশির খবর নিয়ে এসেছি আমরা। সম্প্রতি ভারতের অন্যতম একটি জনপ্রিয় বেসরকারি ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) জারি করেছে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি। যেই নিয়োগ বিজ্ঞপ্তিতে ইয়েস ব্যাঙ্ক ডেপুটি ম্যানেজার ও সেলস অফিসার পদে লোক নিচ্ছে। তাই আপনি যদি ইয়েস ব্যাংকে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

ইয়েস ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার ও সেলস অফিসার পদে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ৩১শে মে ২০২৩। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে যে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের (interview) মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ দেয়া হবে। এবং আগ্রহ চাকরিপ্রার্থীদের ইয়েস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.yesbank.in গিয়ে আবেদন পত্র জমা দিতে হবে। চাকরি পাবার পর চাকরিপ্রার্থীকে পুরো ভারতের (All India) যে কোন জায়গায় জয়েনিং করানো হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৮ বছরের বেশি এবং নূন্যতম গ্র্যাজুয়েট (Graduate) পাশ হলেই চাকরি মিলবে ইয়েস ব্যাংকের ডেপুটি ম্যানেজার ও সেলস অফিসার পদে। তবে এই দুটি পদের বেতন কতো হবে তা ব্যাঙ্কের পে স্কেল অনুযায়ী নির্ধারন করা হবে।

Yes Bank

আবেদনের পদ্ধতি: 

আগ্রহী চাকরিপ্রার্থীদের ইয়েস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট yesbank.in যেতে হবে। এরপর নিজেদেরকে রেজিস্টার করে অনলাইনে (Online) যাবতীয় তথ্য দিয়ে সাথে প্রয়োজনীয় নথিপত্র ঠিকঠাক ভাবে আপলোড করতে হবে। এবং পরবর্তীতে SMS কিংবা ইমেলের মাধ্যমে পরিক্ষা কেন্দ্রর স্থান কাল জানানো হবে। জানিয়ে রাখি যে, ইয়েস ব্যাঙ্ক ডেপুটি ম্যানেজার ও সেলস অফিসার পদে আবেদনের শেষ তারিখ হচ্ছে ৩১শে মে ২০২৩।

আপনার জন্য
WhatsApp Logo