২০০০ টাকার নোট নিয়ে গতকাল একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারা জানান যে, এবার বাজার থেকে ২০০০ নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যাদের কাছে ২০০০ টাকার নোট আছে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে তা ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসতে হবে। অন্যথা বাতিল বলে ধরা হবে সেই নোট গুলো। আর RBI-এর এই ঘোষণার পরেই সাধারন মানুষের মধ্যে এক প্রকার হই হট্টগোল পড়ে গিয়েছে। তারা ব্যাংকে গিয়ে ২০০০ টাকার নোট বদলানোর চেষ্টা করছে। তবে এবারে শোনা যাচ্ছে যে, ২০০০ টাকার নোটের পাশপাশি এবার বাতিল হতে চলেছে ১০০,২০০ এবং ৫০০ টাকার নোটও।
RBI এর ২০০০ টাকার নোট বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা করার পরেই সাধারন মানুষ নোট বদলানোর জন্য ব্যাংকে লাইন দিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়াতে একটি ভাইরাল খবর সবাইকে আবার নতুন করে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। সেখানে একটি খবর ভাইরাল (viral) হয় যে, ২০০০ টাকার নতুন নোটের পাশপাশি এবং ১০০, ২০০, এবং ৫০০ টাকার নোটও বাতিল করবে RBI। কিন্তু আপনাদেরকে আমরা জানাতে চাই যে, অফিসিয়াল ভাবে RBI তেমন কিছু জানায়নি ১০০, ২০০, এবং ৫০০ টাকা বাতিল করার বিষয়ে। এই খবরটি সম্পুর্ন ভুয়ো। তবে RBI জারি করা একটি গাইডলাইন রয়েছে এই বিষয়ে।
RBI জানায় যে, আপনার কাছে যদি ছেঁড়াফাটা পুরোনো ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট থেকে থাকে তাহলে সেই নোট আপনি এখন আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে বদলে নিতে পারেন। তবে কোন ব্যাংক যদি আপনার ছেঁড়াফাটা নোট বদলাতে অস্বীকার করে তাহলে সেই ব্যাংকের বিরুদ্ধে RBI এর অফিসিয়াল ওয়েবসাইটে অভিযোগ দায়ের করতে। আপনাদের আবার জানিয়ে রাখি যে, ২০০০ টাকার নোট বাজার থেকে প্রত্যাহার করেছে RBI, অর্থাৎ নতুন করে আর ২০০০ টাকার নোট ছাপানো হবে না। গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সময় রয়েছে ২০০০ টাকার নোট ব্যাংকে গিয়ে জমা কিংবা বদলে ফেলার। তবে ২০০০ টাকার নোটের পাশপাশি এবং ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোটও বাতিল করার খবরটি সম্পুর্ন ভুয়া।