Tuesday, December 3, 2024

শুধুমাত্র বাইক চালিয়ে প্রতিমাসে ইনকাম করুন ২০-২৫ হাজার টাকা, দারুন সুযোগ দিচ্ছে এই সংস্থা

যদি আপনার একটা ভালো বাইক (bike) থেকে থাকে, তাহলে সেই বাইক চালিয়েই আপনি প্রতিমাসে ভালো টাকা রোজগার করতে পারবেন। এমনিতে বাইক চালালে উপার্জন তো দূরে থাক আরও খরচ হয়। কিন্তু আজকে টাকা কামাই করার যে উপায় ব লবো, সেখানে খরচ তো হবেই না উল্টে আরও কামাই হবে। বাড়িতে থাকা বাইকের মাধ্যমে টাকা উপার্জন করার সবচেয়ে ভালো উপায় হলো-সেই বাইকটাকে র‍্যাপিডো ট্যাক্সি (Rapido Taxi) হিসাবে ব্যবহার করা। আপনি হয়তো জানেন যে র‍্যাপিডো হলো এমন একটি কোম্পানি যেটা অনেকটা ট্যাক্সি কোম্পানি গুলোর মতোই কাজ করে থাকে। তবে র‍্যাপিডোতে ট্যাক্সির কাজটা করা হয় বাইকের মাধ্যমে।

র‍্যাপিডাটে কাজ করে কেমন রোজগার হবে?

র‍্যাপিডোতে কাজ করে কত টাকা উপার্জন করতে পারবেন সেটা কখনোই নির্দিষ্ট ভাবে বলা যায় না আপনি একদিনের যত বেশি ভাড়া পাবেন তত বেশি রোশন হবে এবং আপনার বাবা কোন এলাকায় পড়ছে এবং কত দূরত্ব পরছে সেটা অনুযায়ী আপনার ভাড়া ঠিক করতে হবে। তবে বড়ো শহরে আপনি এই কাজ করতে দিনে সর্বনিম্ন ৪০০ টাকা ও সর্বোচ্চ ১২০০ টাকা পযর্ন্ত রোজগার করতে পারেন।। তাই গড় হিসাব করে বলা যায় যে-কোনো দিন কম বা বেশি হলেও প্রতিমাসে আপনি ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা সহজেই রোজগার করতে পারবেন।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিভাবে র‍্যাপিডাতে জয়েন করবেন? 

Rapido

) প্রথমত আপনার নিজস্ব একটি বাইক থাকতে হবে।

) দ্বিতীয়ত আপনার একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স (valid driving licence) থাকতে হবে।

) তৃতীয়ত বাইকের সমস্ত কাগজপত্র ঠিক থাকতে হবে।

) বাইকের করানো থাকতে ইন্সুরেন্স থাকতে হবে।

৫) বাইকটা ২০০৯ সালের পুরনো হলে চলবে না।

৬) আপনার প্যান কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র থাকতে হবে।

) সব শেষে আপনার দুটি হেলমেট থাকা প্রয়োজন।।

কিভাবে র‍্যাপিডোতে কাজ করবেন?

র‍্যাপিডোতে যোগ দেওয়ার জন্য সবার প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ক্যাপ্টেন ইন্সটল করতে হবে এরপর অ্যাপটি ওপেন করলে আপনি গেট স্টার্টেড অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করতে হবে। এরপর ভাষা সিলেক্ট করে এগিয়ে যেতে হবে। এরপর লোকেশন সিলেক্ট হওয়ার পর প্রোফাইল তৈরি করার অপশন আসবে। প্রোফাইল তৈরি করা হয়ে গেলে আপনার কাজ শেষ। তারপর থেকে আপনি কাজ করতে পারবেন।।

আপনার জন্য
WhatsApp Logo